কৃষ্ণকান্ত মল্লিক, কলকাতা: দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অরুনিমা ব্যানার্জি এবারের ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ৯৯ দশমিক ৫ শতাংশ নম্বর পেয়ে কৃতিত্ব অর্জন করেছেন। তার স্বপ্ন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে (আইএএস) যোগ দিয়ে দেশের সেবা করার।
অরুনিমা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার পুলিশ লাইন সুকান্ত নগরের বাসিন্দা এবং তিনি সেন্ট জে ভিয়ার্স স্কুলের ছাত্রী।
ছোট থেকেই মেধাবী এই শিক্ষার্থী প্রতিটি পরীক্ষায় হয়েছেন প্রথম। একের পর এক কৃতিত্ব অর্জন করে সাফল্যের মালা গেঁথেছেন তিনি। এবার তারই ধারাবাহিকতায় সদ্য প্রকাশিত হওয়া আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৯ দশমিক ৫ ভাগ নম্বর পেয়ে জেলার নাম উজ্জ্বল করেছেন।
ফলাফলে দেখা যায়, তিনি ইতিহাস, ভূগোল, সোসিওলজি এবং পলিটিক্যাল সায়েন্স এ প্রতিটিতেই ১০০ করে নম্বর পেয়েছেন৷
শুধু ইংরাজিতে ৯৭ এবং বাংলায় ৯৬ নম্বর পেয়েছেন৷ ছয়টি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে পূর্ণ নম্বর পেয়ে জেলায় রেকর্ড গড়েছেন তিনি৷
অরুনিমা বলেন, আমি ভারতের সর্বোচ্চ পরীক্ষা ইন্ডিয়ান পাবলিক সার্ভিসে পাস করে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগ দিয়ে দেশের সেবায় কাজ করতে চাই৷
দ্বাদশ শ্রেণিতে এমন সাফল্যের জন্য জেলার শিক্ষা দপ্তর থেকেও এসেছে শুভেচ্ছা৷
তার মা পারমিতা ব্যানার্জি এবং বাবা পার্থ ব্যানার্জি মনে করেন, তাদের মেয়ে যে বিষয় নিয়ে পড়াশোনা করতে চান সেটাই করবেন৷
উল্লেখ্য, মেয়েকে স্বাধীনভাবে বড় হয়ে দেশের কাজে লাগতে হবে৷ এই বছর আইসিএস পরীক্ষায় দ্বাদশ শ্রেণিতে পাসের হার ৯৮ দশমিক ১৯ ভাগ৷
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সফল ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন৷