শেয়ার কেনাবেচার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হকসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে বাংলা টিভির ঠিকানায় পৃথক চারটি তলবি নোটিশ পাঠানো হয়।
নোটিশে তাদের আগামী ৭ জুন দুপুর ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য উপস্থাপনের জন্য বলা হয়। অন্য তিনজন হলেন বাংলা টিভির পরিচালক মীর নূর ইস শামস শান্তনু, কেএম রিফাতুজ্জামান ও কেএম আখতারুজ্জামান।
নোটিশে বলা হয়, বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির শেয়ার কেনাবেচার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচার করা হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনাদের বক্তব্য শোনা প্রয়োজন। তাই ৭ জুন দুপুর ১২টায় প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করা গেল।