অর্থ বরাদ্দে গড়িমসি : বিপাকে কুমিল্লার বেসরকারি এতিমখানা

কুমিল্লা প্রতিনিধি |

কুমিল্লায় যথা সময়ে ক্যাপিটেশনের ভাতার টাকা না পেয়ে ১০ সহাস্রাধিক বেসরকারি এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা চরম বিপাকে পড়েছেন। জেলার ১৭ উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপিত ২৪৪টি বেসরকারী ক্যাপিটেশন প্রাপ্ত এতিমখানায় গত অর্ধ বছরের বরাদ্দকৃত ভাতা এখনো আসেনি। ডিসেম্বর মাসের শেষ নাগাদ বরাদ্দ পাওয়ার কথা থাকলেও সমাজ সেবা অধিদফতরের গড়িমসি এবং নানা জটিলতার কারণে এখনো বরাদ্দের টাকা পায়নি এতিমখানাগুলো। 

এদিকে এসব এতিমখানার পরিচালকরা বিভিন্ন দোকান থেকে বাকিতে পণ্য এনে যথা সময়ে টাকা পরিশোধ করতে না পারায় ওইসব দোকানীরা পন্য সরবরাহ বন্ধ করে দিয়েছেন। এতে এসব এতিমখানার শিক্ষার্থী অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে।

জানা যায়, সারাদেশে সমাজ সেবা অধিদপ্তরের নিবন্ধনভুক্ত ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত ৪ হাজার বেসরকারি এতিমখানা রয়েছে। এসব এতিমখানায় ৮৮ হাজার এতিম এবং ৩-৪ লাখ দুস্থ অসহায় শিক্ষার্থী রয়েছে। সরকারী বিধি অনুয়ায়ী বছরে দুদফা ক্যাপিটেশনের ভাতা দেয়া হয়। গত ডিসেম্বর মাসে অর্ধ বছরের ভাতার চেক দেয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে দেড় মাস পেরিয়ে গেছে। এখনো ভাতার চেক পায়নি কোন এতিমখানা কর্তৃপক্ষ। 

এতে সারাদেশের মতো কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠিত ২৪৪টি বে-সরকারি এতিমখানার প্রায় ৪ হাজার ৮৯০ জন এতিমসহ প্রায় ১০ হাজার দুস্থ ও অসহায় শিক্ষার্থী চরম বিপাকে পড়েছে। যথা সময়ে ভাতার চেক না পেয়ে এমিতমখানার পরিচালক এবং তত্ত্বাবধায়করা সমাজসেবা অধিদফতরের দ্বারে দ্বারে ঘুরছেন। 

মুরাদনগর উপজেলার রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার তত্ত্বাবধায়ক হাফেজ কাজী লোকমান জানান, ওই প্রতিষ্ঠানে এতিম ও দুস্থ মিলিয়ে ২৮০ জন শিক্ষার্থী ও ১৪ জন শিক্ষক ও ৪ জন বাবুর্চি রয়েছে। সমাজ সেবা কর্তৃপক্ষ যদি দ্রুত সময়ের মধ্যে চেক প্রদান না করে তাহলে প্রতিষ্ঠানটির নিবাসীরা বিপর্যয়ের মাধ্যে পড়বে।

এ বিষয়ে জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, ‘আমি জানি যথা সময়ে ভাতা না পেয়ে এতিমখানার শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তারা বেকায়দায় আছেন। বছরে দুইবার বরাদ্দের পরিবর্তে ৪ দফায় বরাদ্দ প্রদানের জন্য আমরা মন্ত্রনালয়ে সুপারিশ করব’।


পাঠকের মন্তব্য দেখুন
শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0028829574584961