দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: আগামী বছর অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে শ্রেণি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১ ডিসেম্বর (শুক্রবার) থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ৯ ডিসেম্বর থেকে প্রথম পর্যায়ে ইআইআইএন-ধারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। অপরদিকে আগামী ৮ ডিসেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে ইআইআইএন-বিহীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রশিক্ষণ শুরুর কথা থাকলেও তা হচ্ছে না। জানুয়ারি মাসে সুবিধাজনক সময়ে দ্বিতীয় পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার প্রশিক্ষণ আয়োজনের দায়িত্বে থাকা ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম থেকে জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে প্রশিক্ষণ শুরুর নতুন সুচির বিষয়ে জানানো হয়েছে।
অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সব মাধ্যমিক স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও অষ্টম শ্রেণি পর্যন্ত চলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে। এ প্রশিক্ষণের প্রথম পর্যায়ে ইআইআইএন-ধারী শিক্ষা প্রতিষ্ঠান ও দ্বিতীয় পর্যায়ে ইআইআইএন-বিহীন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি শিক্ষকরা প্রশিক্ষণ পাবেন। ইআইআইএন-ধারী বা ইআইআইএন-বিহীন শিক্ষা প্রতিষ্ঠানে এক বছরের বেশি সময় কর্মরত শিক্ষকরা প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন।