অসীম ধৈর্য পরীক্ষার ‘৩৮ বিসিএস’

দৈনিকশিক্ষা ডেস্ক |

সময় যেন আর ফুরায় না। পরীক্ষা নিয়েও যেন চলছে আরেক পরীক্ষা। অসীম ধৈর্যের পরীক্ষা! একরকম হাঁপিয়ে উঠেছেন বিসিএস পরীক্ষায় বসা প্রার্থীরা। ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই ২০১৭ খ্রিষ্টাব্দের ২০ জুন। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় একই বছরের ২৯ ডিসেম্বর। দুই মাস পর প্রাথমিক ফল ২০১৮ খ্রিষ্টাব্দের ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। একই বছরের আগস্টে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রায় ১১ মাস পর ২০১৯ খ্রিষ্টাব্দের জুলাইয়ে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। সর্বশেষ গত বছরের জুলাইয়ে শুরু হওয়া মৌখিক পরীক্ষা শেষ হয় এ বছরের ৯ ফেব্রুয়ারি। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার চার মাস এবং কার্যক্রম শুরু হওয়ার তিন বছর হতে চললেও এখনো আলোর মুখ দেখেনি ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল। দ্রুত ফল প্রকাশের জন্য জোর প্রস্তুতি শুরু হলেও করোনা সংক্রমণ, করোনার সময়ে ৩৯তম বিশেষ বিসিএসে প্রায় সাত হাজার চিকিৎসক নিয়োগসহ বেশ কয়েকটি কারণে সেই ফল এখনো প্রকাশ করতে পারেনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এদিকে তিন বছরেও ফল প্রকাশিত না হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন অনেকে। ৩৮তম বিসিএসের ফল দ্রুত প্রকাশের জন্য পিএসসির প্রতি অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সোমবার (৮ জুন) কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটি লিখেছেন তানজিদ বসুনিয়া।

প্রতিবেদনে আরও জানা যায়, নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক এক শিক্ষার্থী বলেন, ‘অনেক দিন ধরে একটি আশা নিয়ে অপেক্ষা করছি। কিন্তু দীর্ঘ সময় পার হলেও এখনো চূড়ান্ত ফল প্রকাশ করা হলো না। আমরা প্রায় ১০ হাজার ফলপ্রত্যাশী এ নিয়ে হতাশার মধ্যে সময় কাটাচ্ছি, যা আমাদের ব্যক্তিগত ও মানসিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।’ 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘যে অবস্থা দেখছি তাতে ফল প্রকাশের বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আবার ফল প্রকাশের পর গেজেট ও পুলিশ ভেরিফিকেশন করতে চলে যাবে আরও ছয় মাসের বেশি। ফলের এই দীর্ঘসূত্রতা অন্যান্য চাকরির নিয়োগের প্রস্তুতিতেও বাধা সৃষ্টি করছে।’

রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে পড়াশোনা শেষ করা আরেক পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘গত কয়েকটা বিসিএসের সময়তালিকা বিশ্লেষণ করলে দেখা যায় অন্য সব বিসিএস পরীক্ষা শেষ করতে পিএসসি সাধারণত দুই বছর সময় নিলেও ৩৮তমের ক্ষেত্রে সেটি তিন বছরেও শেষ হয়নি। একটি পাবলিক পরীক্ষা যখন তিন বছরেরও বেশি সময় ধরে চলতে থাকে, সেই পরীক্ষা প্রার্থীদের জন্য কতটা বেদনাময় তা বলে বোঝানো যাবে না।’

যে কারণে বিলম্বিত হচ্ছে ৩৮তম বিসিএস : বেশ কিছু কারণে ৩৮তম বিসিএসের ফল দিতে দেরি হচ্ছে। এর মধ্যে বিসিএসে দুজন (ক্ষেত্রবিশেষে তিন) পরীক্ষকের খাতা মূল্যায়ন, ৩৯তম বিশেষ বিসিএসের কার্যক্রম সম্পন্ন, অধিক স্বচ্ছতার জন্য ১২ পরীক্ষার্থী নিয়ে ভাইভা বোর্ড গঠনের কারণে বিসিএসের ফল প্রকাশে দেরি হয়েছে বলে জানিয়েছে পিএসসি। পিএসসির ওই সূত্রের খবর, মৌখিক পরীক্ষা শেষে ৩৮তম বিসিএসের ফল প্রকাশে জোর প্রস্তুতি শুরু হলেও করোনা সংক্রমণসহ বেশ কয়েকটি কারণে পরে সে কার্যক্রম শ্লথ হয়ে পড়ে। এর মধ্যে এই বিসিএস থেকে বিভিন্ন ক্যাডারে প্রায় ৩০০ পদ বাড়াতে চিঠি দেয় জনপ্রসাশন মন্ত্রণালয়। ফলে ফের নতুন করে কাজ শুরু করতে হয় পিএসসিকে। এ ছাড়া পরে করোনা সংক্রমণ বাড়তে থাকলে ৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে সাত হাজার চিকিৎসক নিয়োগ করতে হয়েছে পিএসসিকে। এদিকে ৩৮তম বিসিএসের ফল প্রকাশের জন্য গঠিত সাবকমিটির বেশির ভাগ সদস্য ৬০ বছরের ঊর্ধ্ব হওয়ায় সাবধানতা অবলম্বন করে কাজ করতে হচ্ছে কমিটিকে। করোনার সময়ে সাবকমিটি ফল প্রকাশের জন্য পিএসসির কাছ থেকে আরো কিছুদিন সময় চেয়েছে বলে পিএসসির সূত্র জানিয়েছে।

যে সময় লেগেছে সর্বশেষ ১০ বিসিএসে : সর্বশেষ ১০ বিসিএস পরীক্ষা পর্যালোচনা করে দেখা যায়, দু-একটি ছাড়া প্রায় সব কটিই শেষ হয়েছে দুই বছর বা তার চেয়ে বেশি সময় নিয়ে। এর মধ্যে ২৮তম বিসিএসে ২৭ মাস, ২৯তম বিসিএসে ২৬ মাস, ৩০তম বিসিএসে ২০ মাস, ৩১তম বিসিএসে ১৭ মাস, ৩২তম বিশেষ বিসিএসে ১৪ মাস ও ৩৩তম বিসিএসে ২০ মাস সময় লাগে। ৩৪তম বিসিএসে ৩০ মাস, ৩৫তম বিসিএসে দেড় বছর এবং ৩৬ ও ৩৭তম বিসিএসেও চূড়ান্ত ফল ও গেজেট প্রকাশে লেগে যায় তিন বছরের বেশি। এদিকে আগামী ২০ জুন তিন বছর পূর্ণ হবে ৩৮তম বিসিএসের।

যা বলছে পিএসসি : এ ব্যাপারে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘সব কিছু ঠিক থাকলে এপ্রিলের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহেই আমরা ফল প্রকাশ করতে পারতাম। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে পিছিয়ে যেতে হয়েছে। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ফল প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাস মহামারির মধ্যেও ৩৯তম বিশেষ বিসিএসের ১৩ হাজার জনের মৌখিক পরীক্ষা নিতে হয়েছে। এর মধ্যে প্রায় সাত হাজার জনকে নিয়োগ দিতে হয়েছে। এর বাইরেও আমাদের অনেক কাজ করতে হচ্ছে। সব কিছু মিলে এই মহামারিতেও আমরা বসে নেই।’

ফলপ্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। দেশ ও জাতি একটি সংকটকাল অতিক্রম করছে। এই মহামারিতে ইচ্ছা থাকার পরও আগের পরিকল্পনা অনুযায়ী সময়মতো সব কিছু শেষ করা সম্ভব নয়। বিসিএসের ফল প্রকাশের জন্য একটি সাবকমিটি করা হয়েছে। তাদের একটু সময় দিতে হবে। এই ক্রান্তিকালে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে।’


পাঠকের মন্তব্য দেখুন
দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0027961730957031