দৈনিক আমাদের বার্তা প্রতিবেদক : দেশের অপরাপর শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের হিন্দু ধর্মের অনুসারী শিক্ষার্থীরাও নিজ ক্যাম্পাসে তাদের বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা উদযাপন করতে চান। অনুমতি প্রার্থনা করে প্রতিষ্ঠান প্রধান বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন বিভিন্ন ক্লাসের কয়েকশ ছাত্র-ছাত্রী। আগামী ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পূজা।
উল্লেখ্য, প্রতিবছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সরস্বতী পূজা উপলক্ষে বাণী দেন। সরস্বতী পূজায় প্রতিবছরই সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। বিভিন্ন টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার ও সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করে। কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি নানা উদ্যোগ নেয়।
পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।
সারাদেশের ন্যায় প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, বেগম রোকেয়া হল, শামসুন্নাহার হল, কুয়েত মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হলসহ বিভিন্ন হলে সাড়ম্বরে সরস্বতী পূজার আয়োজন করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বুলবুল ললিতকলা একাডেমি (বাফা), স্টামফোর্ড ইউনিভার্সিটি, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মণিপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজে সরস্বতী পূজা উদযাপিত হয়।