আমাদের বার্তা প্রতিবেদক: সন্তান স্কুল-কলেজে পড়ে না কিন্তু তিনি অভিভাবক সদস্য অথবা অভিভাবক ফোরাম অথবা আজীবন দাতা সদস্য। এসব পরিচয় ব্যবহার করে মূলত ভর্তি মৌসুমে দাও মারার অভিযোগ রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজকে ঘিরে গঠিত হওয়া একটি চক্রের বিরুদ্ধে। বিধি বহির্ভুত কাজ করায় ২০০৮ খ্রিষ্টাব্দে আইডিয়াল স্কুল এন্ড কলেজ অভিভাবক ফোরামের নিবন্ধন বাতিল করেছে সরকার। তবুও একটু এদিক-সেদিক করে কথিত ও নিবন্ধনবিহীন এসব ফোরাম পরিচয়ে জামাত-বিএনপিপন্থী গণমাধ্যমে বিবৃতি ও মতামত প্রকাশ করে আসছে চক্রটি।
সর্বশেষ ঘটনার অনুসন্ধানে দৈনিক আমাদের বার্তা জানতে পেরেছে, বিধিমালার শর্ত পূরণ না করায় কাজী তৌহিদুজ্জামান নামে একজনকে গভর্নিংবডি নির্বাচনের ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। তবু তিনি চেষ্টা করে যাচ্ছেন ওই পদে থাকতে এবং ভোটার তালিকায় নাম রাখতে। ২০ বছরের বেশি সময় ধরে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। আরো থাকতে চান।
শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তার অনুসন্ধানে আরো জানা যায়, বিগত-বিএনপি-জামাত শাসনামলে ২০০৩ খ্রিষ্টাব্দের ৫ মার্চ তৌহিদুজ্জামান তার সন্তানকে ভর্তির বিনিময়ে এককালিন ২০ হাজার টাকা দিয়েছেন। ওই টাকা দেওয়ার সঙ্গে দাতা সদস্য হওয়ার কোনো উদ্দেশ্য পূরণের জন্য ছিলো না।
আরো জানা যায়, ২০০০ খ্রিষ্টাব্দে আওয়ামী লীগ শাসনামলে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের শর্ত যথাযথভাবে মানা হয়নি।