আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক অবরুদ্ধ

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মকর্তাদের আইন ও বিধিবহির্ভূত চাকরি স্থায়ীকরণ বাতিলের দাবিতে অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামালসহ তিন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারী অবৈধ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। 

তাঁরা জানিয়েছেন, গত ১৪ আগস্ট কম্পিউটার কাউন্সিলের দুটি উন্নয়ন প্রকল্প শেষ হওয়ায় সেখান থেকে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার স্বাক্ষরে বেআইনিভাবে (প্রকল্প থেকে রাজস্বে স্থানান্তর হাইকোর্ট থেকে বন্ধ থাকা সত্ত্বেও) এবং দলীয় বিবেচনায় আইসিটি অধিদপ্তরেরে রাজস্ব খাতে স্থানান্তরিত ১৬৩ জন কর্মকর্তার চাকরি স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বেসিক আইসিটি স্কিল ট্রান্সফার আপ টু উপজেলা লেভেল প্রকল্পের প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তরের তারিখ ২০১৪ সালের ১ জুলাই এবং বাংলাগভনেট প্রকল্পের প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের তারিখ ১ জুলাই ২০১৫ উল্লেখ করা হয়েছে। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ৮ জুলাই ২০১৫ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী ওই দুই প্রকল্পের ২০০ জন কর্মকর্তার চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হয় এবং শর্তাবলির ০৩ এর (২) নং অনুযায়ী তাঁরা ১৪ জুলাই ২০১৫ তারিখে যোগদান করেন। 

 

বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, এস. আর. ও প্রজ্ঞাপনের শর্ত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী এসব প্রকল্পসমূহের কর্মকর্তার আদেশ জারির তারিখ থেকে চাকরি নিয়মিতকরণ করা হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী প্রোগ্রামার বলেন, ‘প্রজ্ঞাপনের শর্তের কোথাও প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিতদের ক্ষেত্রে চাকরি স্থায়ীকরণ করার বিষয়ে উল্লেখ নেই। তারপরেও উদ্দেশ্য প্রণোদিতভাবে মহাপরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক প্রেরিত পত্রের আলোকে আইসিটি বিভাগের উপসচিব, সংস্থা-১ শাখা থেকে ভূতাপেক্ষ তারিখে আইসিটি অধিদপ্তর এবং আইসিটি বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে চাকরি স্থায়ীকরণের আদেশ জারি দুরভিসন্ধিমূলক। এই আচরণের মাধ্যমে পিএসসির মাধ্যমে সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রাপ্য প্রায় ৪০০ কর্মকর্তাদের প্রতি বৈষম্য করা হয়েছে। 

জানা গেছে, বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলকরণের জন্য সারা দেশ থেকে প্রায় ৩০০-এর বেশি আইসিটি অফিসার বৃহস্পতিবার সকাল থেকে আইসিটি টাওয়ারের ১১ তলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে আইসিটি অধিদপ্তর এবং আইসিটি বিভাগ হতে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তাঁরা সারা রাত মহাপরিচালকসহ সেখানেই অবস্থানের সিদ্ধান্ত নেন। 

রাত পৌনে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাপরিচালক অবরুদ্ধ অবস্থায় আছেন।


পাঠকের মন্তব্য দেখুন
মাদরাসা শিক্ষকরাও অষ্টম গ্রেড পাবেন - dainik shiksha মাদরাসা শিক্ষকরাও অষ্টম গ্রেড পাবেন নেড়ি কুকুরের ভাষণে শিক্ষা অধিদপ্তরের ডিজি নিয়োগ বিত্তান্ত - dainik shiksha নেড়ি কুকুরের ভাষণে শিক্ষা অধিদপ্তরের ডিজি নিয়োগ বিত্তান্ত বাংলাদেশের পাঠ্যবই ভারতে ছাপাতেই হবে কেনো? - dainik shiksha বাংলাদেশের পাঠ্যবই ভারতে ছাপাতেই হবে কেনো? অধ্যক্ষ জুবাইদা রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হচ্ছেন! - dainik shiksha অধ্যক্ষ জুবাইদা রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হচ্ছেন! ম্যাজিস্ট্রেসি পাওয়ার : সেনাবাহিনী যা যা করতে পারবে - dainik shiksha ম্যাজিস্ট্রেসি পাওয়ার : সেনাবাহিনী যা যা করতে পারবে তিন ক্যাটাগরির গুণী শিক্ষক বাছাইয়ে নাম পাঠানোর আহ্বান - dainik shiksha তিন ক্যাটাগরির গুণী শিক্ষক বাছাইয়ে নাম পাঠানোর আহ্বান মাদকের গডফাদারদের ধরার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার - dainik shiksha মাদকের গডফাদারদের ধরার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার শিক্ষা প্রশাসনে বদলি আতঙ্কে নাহিদ-দীপু সিন্ডিকেটের ৯২ কর্মকর্তা - dainik shiksha শিক্ষা প্রশাসনে বদলি আতঙ্কে নাহিদ-দীপু সিন্ডিকেটের ৯২ কর্মকর্তা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0073349475860596