আইসিটি ও ডিজিটাল প্রযুক্তি প্রশিক্ষণ কোর্সের কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ৪৮ জন শিক্ষক। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদরাসা এডুকেশন স্কিম পরিচালিত এই কোর্সের মডিউল ও ম্যানুয়াল প্রণয়নে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। গাজীপুরের মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২৪ থেকে ২৫ জুন সকালে কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
রোববার মাদরাসা শিক্ষা অধিদপ্তর এক চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। চিঠি দেখতে ক্লিক করুন
কর্মশালায় প্রধান অতিথি থাকবেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ।
এ ছাড়াও বিশেষ অতিথি থাকবেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খান।