এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় সারাদেশে ১২ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদিন কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা কোনো শিক্ষক বহিষ্কৃত হয়নি। আইসিটি পরীক্ষা অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৪ জন পরীক্ষার্থী।
বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে এসব তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনের এসএসসির আইসিটি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ৮৫ হাজার ৭৬১ জন শিক্ষার্থী। এ পরীক্ষায় ১৫ লাখ ২ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো।
জানা গেছে, নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৪ হাজার ৫২৩ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৭৮৭ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ১৯১ জন, যশোর বোর্ডের ১ হাজার ৯৬৮ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৫৯১ জন, সিলেট বোর্ডের ৯৭০ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ১৬ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ৮৮১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৮ জন, কুমিল্লা বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
আগামীকাল বৃহস্পতিবার নয়টি সাধারণ বোর্ডের এসএসসির ধর্ম বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।