আইসিটি ফ্রিল্যান্সার তৈরি করছে সরকার

নিজস্ব প্রতিবেদক |

মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও এটুআই এর যৌথ আয়োজনে সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের জন্য ‘উদ্ভাবনী অগ্রযাত্রায় আমার গ্রাম-আমার শহর’- বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ?মেদ পলক, এমপি। 

সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়-এর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর সচিব এন এম জিয়াউল আলম, পিএএ; জনপ্রশাসন মন্ত্রণালয়-এর সচিব ফয়েজ আহম্মদ; প্রধানমন্ত্রীর কার্যালয়-এর সচিব সাজ্জাদুল হাসান এবং মন্ত্রিপরিষদ বিভাগ-এর ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান এনডিসি।

সমাপনী অধিবেশনে প্যানেল আলোচনা সঞ্চালনা করেন এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) ড. মো. আব্দুল মান্নান, পিএএ।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ইউনিয়নভিত্তিক ভূমি অফিসগুলোকে দ্রুততার সঙ্গে ফাইবার কানেক্টেড করার ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পর্যায়ের ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণকারীদের কর্মসংস্থানের জন্য মূলধন সরবরাহের পরিকল্পনা করছি আমরা।’ জেলা-উপজেলা পর্যায়ে আইসিটি ইনকিউবেটর স্থাপন করে সেটিকে একই সঙ্গে প্রশিক্ষণ ও স্থানীয় পর্যায়ে ফ্রিল্যান্সার তৈরির কাজে ব্যবহারের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। 

যেখানে প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন শিক্ষার্থীসহ সাধারণ নাগরিকরা। এর মাধ্যমে দেশের বেকার জনগোষ্ঠী চাকরির পিছনে না দৌড়ে উদ্যোক্তা হিসেবে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়-এর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ তার বক্তব্যে দেশের বেকারদের চিহ্নিত করে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য গুরুত্ব দিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পরামর্শ দেন। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের ডিজিটাল ডিভাইস ব্যবহারে নিজেদের পারদর্শিতা বৃদ্ধিরও পরামর্শ দেন তিনি। 

এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক বলেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেনসের মাধ্যমে মুক্তপাঠকে আরো উন্নত করা যেতে পারে। এর মাধ্যমে একজন সাধারণ মানুষ তার প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পর্কে সহজে একটি মোবাইল এসএমএসের মাধ্যমেই জানতে পারে।’

একাদশ জাতীয় সংসদে নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী তিনটি বাতিঘর যথা আমার গ্রাম-আমার শহর, তারুণ্যের শক্তি এবং সুশাসনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। এর মধ্যে আমার গ্রাম-আমার শহর বাতিঘর বিষয়ে করণীয় নির্ধারণ করাই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য। উক্ত কর্মশালার মাধ্যমে ‘আমার গ্রাম-আমার শহর’ বাস্তবায়নে এটুআই এর উদ্যোগগুলোকে গ্রাম পর্যায়ে বাস্তবায়নে বিভিন্ন ধরনের সুপারিশমালা তুলে ধরা হয়েছে। 

ইতিমধ্যে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/দপ্তর সংস্থার পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ এ উদ্যোগসমূহের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে গ্রামে শহরের সুযোগ সুবিধা পৌঁছানোর কার্যক্রমকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ কীভাবে আরো বেগবান করতে পারেন তা নিয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএসএইড এবং ইউএনডিপি বাংলাদেশ এর সহায়তায় পরিচালিত এটুআই ‘আমার গ্রাম-আমার শহর’ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

অধিবেশনের শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, পিএএ ‘উদ্ভাবনী অগ্রযাত্রায় আমার গ্রাম-আমার শহর’- বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন। অংশগ্রহণকারী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নিয়ে সাতটি দল গঠন করা হয়। প্রত্যেকটি দলকে নিয়ে এটুআইয়ের বিভিন্ন সেবা সম্পর্কে দলীয় আলোচনা করেন এটুআইয়ের বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাবৃন্দ। 

দলীয়ভিত্তিক- গ্রুপ-১: ৩৩৩ ও জিআরএস, গ্রুপ-২: ই-মিউটেশন, ডিজিটাল রেকর্ড রুম ও আরএস খতিয়ান, গ্রুপ-৩: জেলা ব্র্যান্ডিং ও একশপ, গ্রুপ-৪: ডিজিটাল সেন্টার, গ্রুপ-৫: মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান, গ্রুপ-৬: ই-নথি ও একসেবা গ্রুপ-৭: আমার গ্রাম-আমার শহর বিষয়ে আলোচনায় অংশ নেয়। দলীয় আলোচনার পর প্রত্যেক দল থেকে বিষয়ভিত্তিক দলীয় উপস্থাপনায় অংশ নেন প্রত্যেক দলের একজন করে দলীয় প্রতিনিধি। উক্ত দলীয় আলোচনা সমন্বয় করেন এটুআই-এর পরিচালক (ই-সার্ভিস) মো. আব্দুস সবুর মন্ডল, পিএএ।

সকল বিভাগের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, এটুআই এবং সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0032370090484619