অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করেনি। দল গুছিয়ে আসেন। নতুন মুখ নিয়ে আসেন, নতুন অঙ্গীকার নিয়ে আসেন। আর হুটহাট রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্র্যাকটিস ভালো না।
রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, আওয়ামী লীগে অনেক ভালো ভালো লোক রয়েছে। যারা মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিয়েছে। এখন এই দল খারাপ অবস্থায় আছে।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রীকে বলছি, আপনি দেশে আসেন। আপনার নাগরিকত্ব তো চলে যায়নি। শুধু গন্ডগোল পাকায়েন না। এসব করে কোনও লাভ হবে না। এরশাদ জেলে গিয়েছিল, তবে তার দল তো এখনও টিকে আছে। দেশকে অরাজকতার দিকে না ঠেলে দিতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বানও জানান তিনি।
এ সময় ১৫ আগস্ট ছুটি থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।