ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে বিক্ষোভ পরবর্তী সমাবেশ করেন তারা।
এর আগে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু হিয়ে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা 'বাংলাদেশের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন', আধিপত্যের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন', দিয়েছি তো রক্ত আরো দেবো রক্ত'সহ নানা শ্লোগান দেন।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানাই। তারা হুমকি দিচ্ছে তারা নাকি বাংলাদেশ দখল করে নেবে, আমরা তাদের বলে দিতে চাই, আপনাদের ১৪০ কোটি লোক থাকতে পারে, পারমানবিক বোমা থাকতে পারে, কিন্ত বাংলাদেশের মুসলমানদের ইমান আছে। ভারতের ওই বিজেপি সন্ত্রাসদের বলছি কথাবার্তা একটু হিসেব করে বলবেন। বাংলার আপামর জনতা কিন্ত ঘুমিয়ে যায়নি।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ভারত আমাদের মুসলমান ভাইদের বারবার নির্যাতন করে আসছে। মুসলমানদের তামান্না শাহাদাত বরণ করা, তোমরা তাদেরকে দাবায়ে রাখতে পারবা না। আমরা পরিষ্কার বলে দিতে চাই, বাংলাদেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, বাংলাদেশকে যদি অস্থিতিশীল করতে চাও, বাংলাদেশকে যদি কোনোভাবে বেকায়দায় ফেলতে চাও, আমরাও তোমাদের গলা টিপে ধরব। সেভেন সিস্টারকে আমরা আলাদা করে দেবো। তোমাদেরকেও অস্থিতিশীল করে তুলবো। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।