আগুনে পুড়ে ছাই হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গুদামে থাকা ২০ টন সয়াবিন ও ১০ টন ছোলা। গত মঙ্গলবার রাতের দিকে এই আগুন লাগে বলে নিশ্চিত করেছে টিসিবি। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সংস্থাটি জানিয়েছে, রাজধানীর তেজগাঁও এলাকায় টিসিবির গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনায় ২০ মণ সয়াবিন তেল ও ১০-১২ মণ ছোলা পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইং জানিয়েছে, টিসিবির গোডাউনে আগুন লাগার খবর পেয়ে রাত ১২টা ৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও দুই ইউনিট যোগ দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ১২টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
জানতে চাইলে টিসিবির চেয়ারম্যান আরিফুজ্জামান বলেন, আগুন লাগার কারণ জানতে আমরা তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি। এই কমিটি আগামী সাত দিনের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাখ্যা করবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের কাছ থেকেও একটি উত্তর পাব। সব প্রতিবেদন হাতে এলে আমরা গণমাধ্যমে বিষয়টি নিয়ে জানাব।
তিনি আরও বলেন, আমাদের খাদ্যের গোডাউন তিনটি। এর মধ্যে একটি গোডাউনের একটা শেডে আগুন ধরেছে। তবে আমাদের খাদ্যের মজুদ অতিরিক্ত রয়েছে। আরও আগেই দেশের বিভিন্ন জেলায় রমজানের জন্য যে খাদ্যপণ্য প্রস্তুত করেছি তা আমরা পাঠিয়ে দিয়েছি। রমজানের জন্য টিসিবি খাদ্য সংকটে পড়বে না।
জানা গেছে, গুদামে থাকা কমপক্ষে ২০ টন সয়াবিন তেল পুড়ে গেছে। পাশাপাশি ১০ থেকে ১২ টন ছোলা পুড়ে গেছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে তদন্ত কমিটির প্রদিতবেদন পাওয়ার পর।