আজ নতুন বইয়ের উচ্ছ্বাসে মাতবেন শিক্ষার্থীরা

সাবিহা সুমি |

বছরের প্রথম দিন মানেই নতুন বইয়ের উচ্ছ্বাস। প্রতিবারের মতো এবারো নতুন বইয়ের উচ্ছ্বাসে মাতবেন কোটি কোটি শিক্ষার্থী। প্রায় পৌনে চার কোটি শিক্ষার্থী নতুন বই পাচ্ছেন আজ। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারো প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন বই তুলে দিচ্ছে সরকার। স্কুল-মাদরাসায় শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে নতুন বই। এ জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। 

বছরের প্রথম দিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থীর প্রত্যেকে নতুন বই পাবেন। শূন্য হাতে কোনো শিক্ষার্থীকেই নতুন ক্লাস শুরু করতে হবে

না। তবে প্রত্যেক শিক্ষার্থীর ভাগ্যে প্রথম দিনে সব বিষয়ের বই নাও মিলতে পারে। প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা  সব বিষয়ের সব বই পেলেও অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা ছয় থেকে আটটি বিষয়ের বই পাবেন। তবে ওই শিক্ষার্থীদের হাতেও আগামী ১০ জানুয়ারির মধ্যে সব বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্তারা।

গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে এ বছরের নতুন বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

আর স্কুল-মাদরাসায় উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে আজ। এজন্য উপজেলাগুলোতে ইতোমধ্যে নতুন বই পাঠানো হয়েছে। রাজধানী ঢাকার মিরপুর-২ এর ন্যাশনাল সকাল-বিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিনে কেন্দ্রীয় বই উৎসবের আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা প্রশাসন। এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তবে নির্বাচন কমিশনের অনুমোদন না পাওয়া মাধ্যমিকের কেন্দ্রীয় বই উৎসব হচ্ছে না।

জানা গেছে, ২০২৪ শিক্ষাবর্ষে মোট ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি পাঠ্যবই ও শিক্ষক সহায়িকা (টিজি) বিতরণ করা হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিকে ৩০ লাখ ৮০ হাজার ২০৫ শিক্ষার্থী পাবেন ৬১ লাখ ৯৩ হাজার ৮৭৮টি পাঠ্যবই। প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৮৪ জন শিক্ষার্থীকে দেয়া হবে ৮ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৬৯৭ পাঠ্যবই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮৫ হাজার ৭২২ শিক্ষার্থী পাবেন ২ লাখ ৫ হাজার ৩১টি বই। এ ছাড়া মাদরাসার ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৯৬ হাজার ৬০৮ শিক্ষার্থীকে দেয়া হবে ২ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ৭৭৬ পাঠ্যবই। মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯০ হাজার ১০৭ শিক্ষার্থী পাবেন ১৩ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৭৬৭ পাঠ্যবই।

মাদরাসার ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২৪ লাখ ২৩ হাজার ৩৪৮ জনের মাঝে বিতরণ করা হবে ৪ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৬৪২টি পাঠ্যবই। এ ছাড়া ইংরেজি ভার্সনের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ৮৫৫ শিক্ষার্থী ১১ লাখ ৭২ হাজার ৫৭টি, কারিগরিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৫৩৪ শিক্ষার্থী ৩৪ লাখ ৯৪ হাজার ৭০২টি, এসএসসি ভোকেশনালের শিক্ষার্থীরা পাবেন ১ লাখ ৭৯ হাজার ২৯৫ পাঠ্যবই এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের দেয়া হবে ৭২৮টি বই। শিক্ষকদের জন্য সহায়িকা দেয়া হবে ৪০ লাখ ৯৬ হাজার ৬২৮টি। 

এনসিটিবি সূত্রে জানা গেছে, প্রাক-প্রাথমিক ও প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শতভাগ বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। পৌঁছেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বইও। তবে, কিছু কিছু উপজেলায় চাহিদা অনুযায়ী অষ্টম ও নবম এ দুই শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞানের অনুশীলনী পাঠ ও অনুসন্ধানী পাঠ বই পৌঁছায়নি। কিছু বই এখনো ছাপা বাকি আছে।

জানতে চাইলে এনসিটিবির একজন উচ্চপদস্থ কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণির শতভাগ বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। তবে অষ্টম শ্রেণির ৮৮ শতাংশ বই ও নবম শ্রেণির ৮২ শতাংশ বই ইতোমধ্যে ছাপা হয়ে গেছে। অষ্টম ও নবম এ দুই শ্রেণির মোট ছয়টি বই এখনো সব ছাপা হয়নি। বইগুলো হলো নবমের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞানের অনুশীলনী পাঠ ও অনুসন্ধানী পাঠ এবং অষ্টমের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞানের অনুশীলনী পাঠ ও অনুসন্ধানী পাঠ। আসলে এ বইগুলোর পাণ্ডুলিপি আমরাই পেয়েছি ১৫ ডিসেম্বরের পরে সেজন্য ১ জানুয়ারির আগে বই ছাপার কাজ শেষ করা যায়নি। বড় প্রেসগুলো সময়মতো বই দিতে পারলেও কিছু প্রেস এখনো দিতে পারেননি। তবে তারা শিগগিরই বই দেবে বলে আশা। 

তিনি আরো বলেন, সব বই উপজেলায় যায়নি বলে কোনো শিক্ষার্থী নতুন বইয়ের আনন্দ থেকে বঞ্চিত হবেন না। প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণির সব শিক্ষার্থী প্রতিটি বিষয়ের বই হাতে পাবেন। তবে কিছু উপজেলায় অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা ছয় থেকে আটটি বই পাবেন।

জানতে চাইলে এনসিটিবির চেয়্যারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম গতকাল রোববার দৈনিক আমাদের বার্তাকে বলেন, বেশিরভাগ বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণির শতভাগ বই চলে গেছে। অষ্টম ও নবম শ্রেণির কিছু বই বাকি আছে। পাণ্ডুলিপি দেরিতে হাতে পাওয়ায় কিছু বই ছাপতে দিতেই দেরি হয়েছে। তবে বছরের প্রথম দিন সব শিক্ষার্থী যাতে বই পায় সে ব্যবস্থা করা হচ্ছে। সব শিক্ষার্থীর হাতেই এদিন নতুন বই থাকবে। তবে অষ্টম ও নবম শ্রেণির কোনো কোনো শিক্ষার্থী মোট ১১টি বইয়ের মধ্যে ছয়টি থেকে আটটি বছরের প্রথম দিনেই হাতে পাবেন। বাকি বই ১০ জানুয়ারির মধ্যে উপজেলা পর্যায়ে পাঠানো যাবে বলে আশা করছেন তিনি।

 

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
১৮তম প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ - dainik shiksha ১৮তম প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫ হাজার ৪৫৬ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫ হাজার ৪৫৬ সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন - dainik shiksha সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ - dainik shiksha শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা - dainik shiksha দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল - dainik shiksha শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী - dainik shiksha বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী please click here to view dainikshiksha website Execution time: 0.0075521469116211