অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার জন্য লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানিয়ে বলেন, “আইনে আছে নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনো সুনির্দিষ্ট অভিযোগ এলে, কমিশন গেজেট প্রকাশ স্থগিত রেখে তদন্তের জন্য নির্দেশ দিতে পারে। সে অনুযায়ী তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট এলে ব্যবস্থা নেয়া হবে।”
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, এমন পরিস্থিতিতে তদন্ত প্রতিবেদনে ভোট কারচুপির অভিযোগ প্রমাণতি হলে কমিশন নির্বাচন বাতিল বা সংশ্লিষ্ট কেন্দ্রের নির্বাচন বাতিল করতে পারে।