পিরোজপুরের কাউখালীতে আগুনে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার (২২ এপ্রিল) রাত ১২টা দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাশিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. মাহামুদ হাসান ওই অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, এতে প্রায় ৭টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই ও একটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। এতে কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।
তিনি আরো জানান, ওই রাতে বাজারের আজিজ খন্দকারের রেস্টুরেন্টের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে বারেক শিকদারের কাঁচা মালের আড়ৎ, বশিরের মুদি দোকান ও স্টোর, একটি প্লাস্টিকের কারখানা, একটি দড়ি-কাচি ও সুতার দোকান, একটি দর্জি দোকানসহ ৭টি দোকান পুড়ে পুরো ছাই হয়ে গেছে। এছাড়া একটি অটো গাড়িতে চার্জ দেয়ার দোকান আংশিক পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত মুুদি ব্যবসায়ী মো. বশির ডাকুয়া জানান, তার পাইকারী ও খুচরা বিক্রির দোকানসহ একটি স্টোর রুম পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছেন।