কেনিয়ার রাজধানী নাইরোবিতে আদালতে রায় ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে বিচারককে লক্ষ্য করে গুলি করেছেন দেশটির এক সিনিয়র পুলিশ কর্মকর্তা। পরে অপর পুলিশ সদস্যদের গুলিতে ওই সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গুলিবিদ্ধ বিচারকের নাম মনিকা কিভুতি। গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তার স্ত্রী জড়িত, এমন একটি মামলার রায়ের পর তাকে গুলি করা হয়।
বিচারকের রায়ে ক্ষুব্ধ হন ওই পুলিশ কর্মকর্তা। রায়ে পুলিশ কর্মকর্তার স্ত্রীর অনুপস্থিতিতে তার জামিন বাতিল করা হয়েছিল।
গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তাকে স্যামসন কিপচিরচির কিপ্রুতু হিসেবে শনাক্ত করা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় লন্ডিয়ানির একটি পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি। রায় ঘোষণার সময় জামিন বাতিলের পর বিচারককে লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। এতে বিচারক আহত হন।
আদালতে থাকা অপর পুলিশ সদস্যরা দ্রুত পদক্ষেপ নেন। এক পুলিশ সদস্য কিপ্রুতুকে গুলি করেন। এতে তিনি নিহত হন।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, এসময় আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিচারক ও আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।