আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপ খেলবে বাংলাদেশের ১৭ এমপি

নিজস্ব প্রতিবেদক |

আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে (আইপিসিডব্লিউসি) এবারই প্রথম অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৯ থেকে ১৪ জুলাই ইংল্যান্ডে পূর্ব নির্ধারিত ওই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় এমপির নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল ওই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ ছাড়াও আইসিসি বিশ্বকাপের সমান্তরালে ক্রিকেট খেলুড়ে আরও ৭টি দেশ ভারত, শ্রীলংকা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং স্বাগতিক ইংল্যান্ড এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বাংলাদশ দলের প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং এরইমধ্যে দলটি লন্ডনের উদ্দেশ্যে রওনা করেছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ার আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেছে বাংলাদেশ দল। কোচ দীপু রায় চৌধুরীর তত্ত্বাবধানে চার সদস্যের একটি কারিগরি দলও বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দলের সঙ্গে লন্ডন যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে মিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি পুরো বিষয়টি সমন্বয় করছেন। সমন্বয়কারী মিস্টার আলম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে বেইজিংয়ে ছিলেন। তিনি সেখান থেকে সরাসরি লন্ডন যাচ্ছেন।

বিজ্ঞপ্তি মতে, দু’টি গ্রুপে বিভক্ত হয়ে লন্ডনের বিভিন্ন ক্রিকেট মাঠে খেলবে আটটি দল। বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে পাকিস্তান, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলংকা খেলবে এ গ্রুপে। ১০ই জুলাই গ্রুপ পর্বের খেলা শুরুর আগের দিন দুই গ্রুপের মধ্যে ছয় ওভারের চারটি অনুশীলনী ম্যাচ হবে। দুই গ্রুপ থেকে দু’টি দলের মধ্যে ১৫ ওভারের সেমি ফাইনাল হবে। ফাইনাল খেলা হবে ২০ ওভারের। টুর্নামেন্ট চলাকালে ক্রিকেটার সংসদ সদস্যরা ৮ই জুলাই হাউজ অব কমন্সের স্পিকার জন বারকাউয়ের বাসবভবনে, ৯ই জুলাই বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের কার্যালয়ে এবং ১৪ই জুলাই ডাউনিং স্ট্রিটের রোজ গার্ডেনে প্রধানমন্ত্রী তেরেসা মে’র আমন্ত্রণে আয়োজিত ভোজে অংশ নেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, খেলাধুলায় অংশ নেয়ার মধ্য দিয়ে দেশগুলোর সংসদ সদস্যদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে বলে আশা করা হচ্ছে, যাকে ‘ফ্রেন্ডশিপ ইন পিচ’ বলা যায়।


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026278495788574