আন্তর্জাতিক জীব বিজ্ঞান অলিম্পিয়াডে দেশের ৪ মেধাবী শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক |

২৯তম আন্তর্জাতিক জীব বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করছেন বাংলাদেশের চার মেধাবী শিক্ষার্থী। আজ ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত ইরানে অনুষ্ঠিত হচ্ছে জীব বিজ্ঞানের সর্ববৃহত্ এই আসর। গতকাল শনিবার দিবাগত রাত ৩টায় ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ৬ সদস্যের প্রতিনিধি দল।

বাংলাদেশ জীব বিজ্ঞান অলিম্পিয়ার্ডের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাখহরি সরকার ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা: গাজী মো. জাকির হোসেনের নেতৃত্বে অলিম্পিয়াডে অংশ নেওয়া চার শিক্ষার্থী হলেন ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের ছাত্র মো. বায়েজিদ মিয়া, ভিকারুন্নিসা নূন স্কুলের ছাত্রী প্রকৃতি প্রযুক্তি, এসএফএক্স গ্রিনহেরাল্ড স্কুলের ছাত্র অদ্বিতীয় নাগ ও খুলনার এমএম সিটি কলেজের ছাত্র মো. তামজিদ হোসেন তানিম।

গতকাল শনিবার (১৪ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জীব বিজ্ঞান অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, সারা দেশের ১৭০ শিক্ষা প্রতিষ্ঠানের চার হাজার শিক্ষার্থীর মধ্য থেকে আঞ্চলিক, জাতীয় ও প্রাক-নির্বাচনী এই তিনটি ধাপে মোট ১৮ জনকে বাছাই করা হয়। তাদের নিয়ে সাভারের জাতীয় জীব বিজ্ঞান প্রযুক্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় জাতীয় বায়ো ক্যাম্প। ক্যাম্পের মূল্যায়ন পরীক্ষায় আটজন শিক্ষার্থী মাস্টার ক্যাম্পার পুরস্কার অর্জন করে। সেই আটজনের মধ্য থেকে তিন দিনের বর্ধিত অনাবাসিক ক্যাম্পের মূল্যায়নে চূড়ান্তভাবে ৪ জনকে বাছাই করা হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাখহরি সরকার বলেন, পৃথিবীর বহু দেশে জীব বিজ্ঞান অলিম্পিয়াডেও পৃষ্টপোষকতা করে সরকার। সরকার যদি আর্থিক সহযোগিতা করে, তাহলে জীব বিজ্ঞান গবেষণায় বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এছাড়া ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অর্থ যদি এই খাতে ব্যয় করে, তাহলে এদেশের তরুণ প্রজন্ম জীব বিজ্ঞানে আন্তর্জাতিকভাবে সম্মান বয়ে আনবে। অনুভূতি প্রকাশ করে ভিকারুন্নিসা নূন স্কুলের ছাত্রী প্রকৃতি প্রযুক্তি দেশের জন্য যাতে সম্মান বয়ে আনতে পারেন, সকলের কাছে সেই দোয়া কামনা করেন।


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0030500888824463