ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কিছু শিক্ষক-কর্মকর্তা ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো অভিযোগ করে তাদের শাস্তির দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি ও জামায়াতপন্থী সাদা দল।
রোববার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকরা এ দাবি জানান। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি নিয়ে এ বিবৃতি দিয়েছে এ দলটি।
সাদা দলের আহবায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান এবং যুগ্ম-আহবায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত বিবৃতিতে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একটি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকারের পতনের ফলে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করেছে।
শিক্ষকরা বলেন, স্বৈরাচারের পতন এবং বাংলাদেশের নতুন এ অভিযাত্রার অগ্রপথিক আমাদের ছাত্র সমাজ। এজন্য গোটা জাতির মতো আমরাও তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, শত শত ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্জিত সফলতাকে প্রশ্নবিদ্ধ এবং নস্যাৎ করার জন্য নানামুখী তৎপরতা চলছে। এ ব্যাপারে আমাদের শিক্ষার্থীসহ দেশপ্রেমিক সকলকে সজাগ থাকতে হবে।
তারা বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কতিপয় শিক্ষক-কর্মকর্তা ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো এবং জনআকাঙ্ক্ষার পরিপন্থী কাজের সঙ্গে সংশ্লিষ্টতা ছিলো বলে অভিযোগ রয়েছে। দেশের প্রচলিত আইন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বাঞ্ছনীয়। তাই আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য সকলকে অনুরোধ করছি।
শিক্ষকরা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনের কাছে ইতোমধ্যেই এ ব্যাপারে আমরা জোরালো দাবি জানিয়েছি। একই সঙ্গে সদ্য বিতাড়িত স্বৈরাচারের কোনো দোসর যেনো প্রশাসনে না থাকে অথবা পুনর্বাসিত না হয়, সে ব্যাপারেও আমরা নতুন প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা তাদের।