আন-নূর একাডেমীতে ভর্তি চলছে

বিজ্ঞাপন প্রতিবেদন |

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের জন্য, যিনি গোটা মানবজাতির কল্যাণ ও হিদায়াতের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেছেন। অসংখ্য দূরূদ ও সালাম বিশ্বমানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সা:) এর উপর, যিনি ইলমে দ্বীনের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন এবং হতাশায় নিমজ্জিত বর্বর জাতিকে আদর্শ মানুষ, সমাজ ও রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন।

প্রকৃতপক্ষে একজন মুসলমানকে অবশ্যই কুরআনুল কারীম ও সুন্নাতে রাসূল (স.) সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করতে হয়। পাশাপাশি আধুনিক বিশ্বায়নের যুগে চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলা, ভাষা ও সাহিত্যে তথা সকল বিষয়েই পারদর্শী হওয়া প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য। বস্তুত, সারা জীবনই জ্ঞান অন্বেষণ আবশ্যক হলেও জীবনের শুরুতে তথা প্রাথমিক শিক্ষার সময়েই এর মজবুত ভিত্তি তৈরি করতে হয়। কারণ, প্রাথমিক পর্যায়ে ফাউন্ডেশন দুর্বল হলে সারা জীবনেও তা মজবুত করা সম্ভব নয়। তাই আমাদের কোমলমতি শিশুদেরকে আল্লাহভীরু, ধার্মিক, পরহেজগার, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সচেতন, আধুনিক উত্তরাধুনিক বিশ্ব নেতৃত্বের গুনাবলী সম্পন্ন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলে ইসলামকে সর্বশ্রেষ্ঠ এবং বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার মত যোগ্য গড়ে তোলার প্রত্যয় আন-নূর একাডেমি'র অগ্রযাত্রা।

একাডেমিক সার্ভিস সমূহ :

১.  পৃথক বালক-বালিকা শাখা।
২.  যুগোপযোগী এবং মানসম্মত বই দ্বারা সিলেবাস সাজানো।
৩.  আরবী, বাংলা এবং ইংরেজী  সমন্বয়ে পাঠদান।
৪.  প্লে - ১ম শ্রেণি পযর্ন্ত বাসায় কোন লিখা-পড়া না দিয়ে ক্লাসেই শিখিয়ে আদায় করা হয়।
৫.  ভয় ও বেত্রাঘাত ছাড়াই লিখা-পড়া আদায়।
৬.  বিশুদ্ধ আরবি ও ইংরেজিতে অনর্গল স্পোকেন পারদর্শী শিক্ষক-শিক্ষিকা দ্বারা শিক্ষাদান। 
৭.  দ্বীনি শিক্ষার সাথে জাগতিক শিক্ষার অপূর্ব সমন্বয়।
৮.  শ্রেণীকক্ষেই নতুন পড়া মুখস্ত করিয়ে পড়া আদায় করা।
৯.  হাতের লিখা সুন্দর করার উপর বিশেষ গুরুত্বারোপ।
১০.  চরিত্র গঠন, পবিত্রতা ও পরিচ্ছন্নতার প্রতি বিশেষ দৃষ্টিদান।
১১.  মাসিক পরিক্ষার মাধ্যমে মেধা যাচাই করে বিশেষ তত্বাবধানে পাঠোন্নতি সু-ব্যবস্থা।
১২.  বিশেষ রেজাল্ট অর্জনকারী শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার প্রদান।
১৩.  নিয়মিত উপস্থিতির জন্য রয়েছে  বাৎসরিক পুরষ্কার ব্যবস্থা।
১৪.  কুইজ প্রতিযোগিতার আয়োজন। 
১৫.  সঙ্গীত, ক্বিরাত ও অংকন শেখার ব্যবস্থা।
১৬.  নবী-রাসূল এবং সাহাবীদের জীবনি নিয়ে সাপ্তাহিক আলোচনা।
১৭. রোবটিক্স, মেডিক্যাল সাইন্স, কম্পিউটার এবং আধুনিক বিজ্ঞানের সাথে পরিচয় করিয়ে  দেওয়ার ব্যবস্থা।
১৮.  মেয়েদের খাদ্য ও পুষ্টি বিষয়ে পাঠদান।
১৯.  শিক্ষা সফর।
২০. দিন-রাত ২৪ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এবং সার্বক্ষণিক বিদ্যুৎ ও নিরাপত্তার সু-ব্যবস্থা।
২১.  স্পেশাল এরািবক কোর্স ও কোর্স শেষে সনদ প্রদান করা হয়। 

ডে-কেয়ার সুবিধা সমূহ:

⇒ বাচ্চাকে সকালে ডে-কেয়ার রেখে নিশ্চিন্তে অফিসে চলে যেতে পারবেন। বাসায় ফেরার পথে  বাচ্চাকে নিয়ে বাসায় ফিরতে পারবেন।
⇒ আপনার সন্তানের লেখা-পড়া,, সুন্দর খাতের লিখা,, হোমওয়ার্ক এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে।
⇒ আপনার বাচ্চা একা নিঃসঙ্গ বোধ করবে না। বাচ্চাদের সঙ্গে সারা দিন হেসে-খেলে পড়াশুনা, খাওয়া-দাওয়া, খেলনা ভাগাভাগি করে দিন কাটাবে।
⇒ ইসলামি মূল‍্যবোধের উপরে বাচ্চাকে গড়ে তোলা হয়।
⇒ প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা মন্ডলী দ্বারা পড়াশুনা, মানসিক বিকাশ এবং পরিচর্চা করা হয়।

এরাবিক কোর্সের সুবিধা সমূহ:

⇒ প্রত্যেকটি হরফ এর সঠিক উচ্চারন ও ব্যবহারবিধি শিখতে পারবে।
⇒ সঠিক কোরআন তিলাওয়াতের গুরুত্বপূর্ণ বিষয়াবলি, যেমন: মুক্তবর্ণ, যুক্তাক্ষর, হরফ, হরকত,  তানভীন, জযম, তাশদীদ, মাদ্দ, ওয়াকফ।
⇒ কোরআন মাজিদ তিলাওয়াতের নিয়ম-কানুন এবং বিভিন্ন বিধি-নিষেধ।
⇒ দ্রুত সময়ে সহিহ ও শুদ্ধ পদ্ধতিতে কোরআন শিক্ষা এবং সাধারণ এরাবিক গ্রামার।
⇒ ১০টি সূরার বাংলা অনুবাদ শিখানো।
⇒ প্রয়োজনীয় দোয়া এবং নামাজের দোয়া গুলো বাংলা অনুবাদ করা শিখানো।
⇒ এছাড়াও কোর্স শেষে পাচ্ছেন আন-নূর একাডেমি থেকে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট।

যোগাযোগ :
ভর্তি কিংবা যে কোন প্রয়োজনে কল করুন : 01638-298954
ক্যাম্পাস-১ : ৮১৭, দনিয়া গোয়ালবাড়ী মোড়, বাইতুস সালাম মসজিদ রোড, দনিয়া, ঢাকা-১২৩৬।
ক্যাম্পাস-2 : 31/26, নয়াপাড়া,  দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬।
মোবাইল/হুয়াটঅ্যাপ : 01638-298954
Email : [email protected]  
web: www.annooracademy.com.bd


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না: শিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না: শিক্ষা উপদেষ্টা শূন্যপদে বদলির দাবিতে শিক্ষকদের লংমার্চ - dainik shiksha শূন্যপদে বদলির দাবিতে শিক্ষকদের লংমার্চ শিক্ষকতা ছেড়ে আওয়ামী লীগে, সম্পদের পাহাড় গড়েন বাবুল - dainik shiksha শিক্ষকতা ছেড়ে আওয়ামী লীগে, সম্পদের পাহাড় গড়েন বাবুল শিক্ষাঙ্গনের ভদ্রতার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষাঙ্গনের ভদ্রতার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা উপদেষ্টা জাতীয়করণের দাবিতে সপ্তম দিনের অবস্থান ধর্মঘটে ইবতেদায়ি শিক্ষকরা - dainik shiksha জাতীয়করণের দাবিতে সপ্তম দিনের অবস্থান ধর্মঘটে ইবতেদায়ি শিক্ষকরা খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা এখনো ট্রমার মধ্যে - dainik shiksha খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা এখনো ট্রমার মধ্যে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বৈষম্য বিরোধী ছাত্রদের - dainik shiksha গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বৈষম্য বিরোধী ছাত্রদের please click here to view dainikshiksha website Execution time: 0.0050051212310791