আবরারের পরিবারকে ক্ষতিপূরণের রিট শুনতে হাইকোর্টের অপারগতা

নিজস্ব প্রতিবেদক |

বুয়েটের আবরার ফাহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন শুনতে অপরাগতা প্রকাশ করেছে হাইকোর্ট। হাইকোর্টের পৃথক তিনটি ডিভিশন বেঞ্চ রিট আবেদন না শুনে আইনজীবীকে তা ফেরত দেয়।

পরে রিটকারী পক্ষের আইনজীবী একেএম ফয়েজ সাংবাদিকদের জানান, তিনটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উত্থাপন করি। আদালত না শুনে অপেক্ষা করার পরামর্শ দেয়। আদালত বলেছেন, প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি দেখভাল করছেন তাই অপেক্ষা করুন। এজন্য আপাতত রিটটি শুনতে চায়নি হাইকোর্ট।

গত ৬ অক্টোবর ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে বুয়েটের আবরারকে মেরে ফেলে। এ ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী শাহিন বাবু। রিটে আবরারের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান ও বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চাওয়া হয়।

গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে শুনানির জন্য প্রথমে উত্থাপন করা হয়। কিন্তু আদালত না শুনে আবেদনটি ফেরত দেন। পরে বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে নেওয়া হয়। ঐ বেঞ্চ না শুনলে আবেদনটি বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে পেশ করা হয়। তখন আদালত বলেন, এ মামলার এজাহারভুক্ত আসামিরা গ্রেফতার হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় যাহাই হোক না কেন বিচারের আওতায় আনা হবে। তদন্তও সঠিকভাবে এগুচ্ছে। এ অবস্থায় কোনো হস্তক্ষেপ করা ঠিক হবে না। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার উপস্থিত ছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0028059482574463