বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক আবেদ আলী, তার ছেলে সৈয়দ সোহানুর রহমান, পিএসসির তিন কর্মকর্তা ও দুই কর্মচারীসহ সাতজনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তাদের তথ্য চেয়ে চিঠি দিয়েছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১ আগস্ট) বিএফআইইউ পরিচালকের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
চিঠিতে অভিযুক্ত ওইসব ব্যক্তির দেশি-বিদেশি সব ব্যাংকের চলতি হিসাব, মেয়াদি আমানত, এফডিআরসহ সব ধরনের হিসাব ও লেনদেনের তথ্য চাওয়া হয়।
তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে উৎকোচ গ্রহণপূর্বক বিভিন্ন সিন্ডিকেটের নিকট বিক্রয়সহ অবৈধভাবে নামে-বেনামে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
জানা গেছে, ওই সাতজনের নামে-বেনামে সম্পদের তথ্য খুঁজে বের করতে শিগগির সরকারের অন্যান্য প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হবে।