দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে সপরিবারে হত্যার হুমকির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। তবে এ ধরনের হুমকি আমিও প্রতিনিয়ত পাচ্ছি। হুমকি আমার ফোনে একটা না বহু আছে।
বাট আই ডোন্ট কেয়ার। আমি কোনো জিডি করার প্রয়োজন মনে করছি না। ভোটে যাব- এটা আমার রাজনীতি। আমি জিডি করব না।
আজ শনিবার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
কোনো জোট-মহাজোটের সুযোগ নেই, এসবে আস্থা ও বিশ্বাস নেই বলে মন্তব্য করে তিনি বলেন, ‘সব আসনেই নির্বাচন করব। নির্বাচন করতে এসেছি, ভোট থেকে চলে যাওয়ার জন্য আসিনি। ক্ষমতাসীনদের সঙ্গে ফাইট করব, একটা সিটও প্রত্যাহার করব না।
কোনো (প্রার্থীর প্রার্থিতা) প্রত্যাহারের সুযোগ নেই, সব সিটেই নির্বাচন করব।’
আওয়ামী লীগের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, ‘একটি নির্দিষ্ট বিষয়ে বৈঠক করিনি। আগেও বলেছি, এখনো বলছি। নির্বাচনের পরিবেশ সৃষ্টি নিয়ে সময়ে সময়ে কথা বলেছি আওয়ামী লীগের সঙ্গে।’
এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দলের একটা কৌশল থাকে।
আমাদেরও কৌশল আছে। সব কৌশল তো আমরা প্রকাশ করব না।’
এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে গত বুধবার জি এম কাদেরকে ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে মেসেজের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী মো. আব্দুল হান্নানের করা ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) থেকে এসব তথ্য জানা গেছে।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর জি এম কাদেরের ব্যক্তিগত মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। খুদে বার্তায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করতে তাকে বলা হয়েছে। যদি তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে তাঁর পরিবার ও স্বজনের প্রাণনাশ করা হবে বলে হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘জি এম কাদেরকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। আমরা তদন্ত করছি।’