দেশে আরও তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়গুলো হল, নারয়ণগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটারোর ড. এম ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী অনুমোদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় তিনটির খসড়া আইন প্রণয়ন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গত ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠানো এক চিঠিতে বিশ্ববিদ্যালয়গুলো স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তাবায়নে বিশ্ববিদ্যালয়গুলো স্থাপনে তিনটি আইনের খসড়া তৈরি করতে বলা হয়েছে ইউজিসিকে। এ নির্দেশনা দিয়ে ইউজিসি চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।