দৈনিকশিক্ষা প্রতিবেদক: ৪৪টি সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পদায়ন পেতে শিক্ষা ক্যাডারের ১৪ থেকে ১৬ তম ব্যাচের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের আবেদন গ্রহণ চলছে। আরো ২৮টি সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পদায়নে শিক্ষা ক্যাডারের ১৪ থেকে ১৬ তম ব্যাচের অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের আবেদন গ্রহণ আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে। এ ২৮টি অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হতে শিক্ষা ক্যাডারের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকরা ৩০ ডিসেম্বর পর্যন্ত ইমেইলে আবেদন করতে পারবেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির সঙ্গে নতুন করে আবেদন চাওয়া ২৮টি সরকারি কলেজের তালিকা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষা ক্যাডারের ১৪ থেকে ২০ তম ব্যাচের অধ্যাপব ও সহযোগী অধ্যাপক পর্যায়ের আগ্রহী কর্মকর্তাদের এ কলেজগুলোর অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পদায়ন পেতে ২০ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ইমেইলে ([email protected]) আবেদন করার জন্য বলা হলো।
এর আগে গত বৃহস্পতিবার ৪৪টি অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পদায়ন পাওয়ার আবেদন গ্রহণ শুরু হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।