দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : গত বছরের (২০২৩ খ্রিষ্টাব্দ) আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষাবোর্ড। এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে একগুচ্ছ নির্দেশনাও দেয়া হয়েছে।
গতকাল বুধবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ মাহবুব হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণ পরীক্ষার্থীদের মূল সনদ গ্রহণ করার জন্য পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর মাদরাসার প্যাডে আবেদন করতে হবে। মাদরাসা প্রধান নিজেকে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ প্রাধিকারপত্র নিয়ে মূল সনদ গ্রহণ করতে হবে।
মাদরাসা প্রধান নিজে বা প্রেরিত প্রতিনিধির বেলায় অর্থাৎ দুই ক্ষেত্রেই আবেদনের ওপর গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় মূল সনদ দেয়া হবে না।
উল্লেখ্য যে, আঞ্চলিক কার্যালয় থেকে মূল সনদপত্র গ্রহণের ক্ষেত্রেও মাদরাসা প্রধানদের উপরের নির্দেশনা অনুসরণ করতে হবে।