আলাপ-আলোচনার মাধ্যমে দেশে একটি বিজ্ঞানমুখী-যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘সব মাদরাসার শিক্ষা যুগোপযোগী করা প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ সভার আয়োজন করে।
যুগোপযুগী ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ শিক্ষাব্যবস্থা প্রণয়নের চেষ্টার কথা জানিয়ে মন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষাব্যবস্থা প্রচলিত শিক্ষাব্যবস্থা থেকে আলাদা। আমাদের মূলধারার শিক্ষাব্যবস্থার অনেক কিছুই তারা গ্রহণ করতে চায় না। কোনো কিছুই চাপিয়ে দেওয়া যায় না। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে মাদরাসা শিক্ষাব্যবস্থা সংস্কারের চেষ্টা করব। ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, কওমি মাদরাসা তো রাষ্ট্রের মধ্যেই। তাই রাষ্ট্র চাইলেই শিক্ষাব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। মাদরাসা বোর্ডের সবাইকে নিয়ে আলোচনায় বসতে হবে, মাদরাসার শিক্ষার্থীরাও কীভাবে দেশের জনশক্তি, সম্পদ হয়ে উঠতে পারে এ ব্যাপারে কাজ করতে হবে। মুহম্মদ জাফর ইকবাল বলেন, মাদরাসা শিক্ষাব্যবস্থা একটি জীবনব্যবস্থা যাতে পিষ্ট হচ্ছে লাখ লাখ শিক্ষার্থী।
তাই এই শিক্ষা যুগোপযোগী করা উচিত। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক হাসান রফিক। সঞ্চালন করেন নির্মূল কমিটির আইটি সেলের সভাপতি আসিফ মুনীর। আরও বক্তব্য দেন শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী, এয়াকুব বাদশা ও কওমি মাদরাসার সাবেক ছাত্র ফরহাদ হোসেন ফাহাদ প্রমুখ।