দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : বিভিন্ন কলেজ ও মাদরাসায় আগামী বছর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ৯ জুন শুরু হবে। ২১ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সারা দেশে সাড়ে ৪ হাজারের বেশি কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ২৬ লাখের বেশি শিক্ষার্থী ভর্তি সামর্থ আছে। যা প্রয়োজনের তুলনায় দ্বিগুণ।
মঙ্গলবার প্রকাশিত ২০২৪ খ্রিষ্টাব্দের কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জিতে আগামী বছর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি ও ক্লাস শুরুর তারিখ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছুটির তালিকা প্রকাশ করা হয়।
জানা গেছে, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ ইতোমধ্যে শেষ করেছে শিক্ষা বোর্ডগুলো। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার গণ্ডি পেরিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আসছে বছর একাদশ শ্রেণিতে ভর্তি হবেন। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণ শেষে এসএসসি পরীক্ষার্থীরা এখন শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার দৈনিক শিক্ষাডটকমকে জানান, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এসএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা আছে। তবে এখনো পর্যন্ত তারিখ নির্ধারণ হয়নি। পূর্ণাঙ্গ সিলেবাসে পূর্ণ নম্বরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সর্বশেষ ২০২০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারিতে করোনা মহামারির আগে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। করোনা মহামারির থাবায় আহত হয়েছিলো দেশের শিক্ষা ব্যবস্থা। তাই পরিস্থিতিতে বিবেচনায় গত তিন বছর এসএসসি ও সমমান পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। তবে ২০২৪ খ্রিষ্টাব্দের পূর্ণ সিলেবাসে ফিরছে এসএসসি ও সমমান পরীক্ষা।
এদিকে কলেজের কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছে, সারা দেশে সাড়ে ৪ হাজারের বেশি কলেজ ও মাদরাসায় উচ্চমাধ্যমিক পড়ানো হয়। এ প্রতিষ্ঠানগুলোতে ২৬ লাখ আসন রয়েছে। আর ১৬ থেকে ১৭ লাখ শিক্ষার্থী প্রতিবছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।