কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘটিত সংঘর্ষে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।
প্রক্টর বলেন, আমরা আহত শিক্ষার্থীদের লিস্ট করেছি। আমরা এমন অন্তত ১৫ জন এমন শিক্ষার্থী পেয়েছি। তাদেরকে চিকিৎসা ব্যয় বহন করা হচ্ছে। যার যেমন প্রয়োজন আমরা তেমনই চিকিৎসা ব্যয় দিচ্ছি।
অধ্যাপক ড. জাহাঙ্গীর আরো বলেন, আমাদের এ কার্যক্রম চলমান। কোনো শিক্ষার্থীর আহতের খবর যদি আমরা পাই তাহলে তাকেও সহায়তা করা হবে। আমরা বিকাশে বা নগদের মাধ্যমে তাদেরকে টাকা পাঠাচ্ছি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে শিক্ষার্থীকে প্রক্টর অফিসকে জানানোর নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা দেয়া হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক তানভীর আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।