কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদের অফিশিয়াল মোবাইল নম্বর ‘ক্লোন করা’ হয়েছে বলে জানা গেছে। তার মুঠোফোন নম্বর ক্লোন করে ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যানের ছোট ভাইয়ের কাছে থেকে এক লাখ টাকা চাঁদার দাবি করেছে একটি প্রতারক চক্র। নম্বর ক্লোন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও সিব্বির আহমেদ নিজেই।
তিনি বলেন, আমার অফিশিয়াল মোবাইল নাম্বারটি ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে। ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকারের ছোট ভাইয়ের কাছ থেকে বিকাশে ১ লাখ টাকা চাঁদার দাবি করেছে একটি প্রতারক চক্র। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিষয়টি আমাকে জানান করেন। তিনি সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান।
ইউএনও আরো জানান, বিষয়টি ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন। ওসি প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।