ইউজিসিতে ১০ কর্মকর্তার পদোন্নয়ন, উপপরিচালক হলেন সাতজন

নিজস্ব প্রতিবেদক |

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাত কর্মকর্তাকে সিনিয়র সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নয়ন দেওয়া হয়েছে। এই সাত কর্মকর্তাসহ মোট দশজনকে বিভিন্ন পদে পদোন্নয়ন দেওয়া হয়। তারা বহু আগেই যোগ্যতা অর্জন করলেও পদ শূন্য না থাকায় তাদের পদোন্নতি আটকে ছিল। অবশেষে ইউজিসির পূর্ণ কমিশন সভায় গত বুধবার তাদের পদোন্নয়ন (আপগ্রেডেশন) দেওয়া হয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে গত বুধবার (২৪ জুন) ইউজিসির ১৫৮তম পূর্ণ কমিশন সভায় এ পদোন্নয়ন অনুমোদিত হয়। দেশে করোনা পরিস্থিতির কারণে প্রথমবারের মতো পূর্ণ কমিশন সভা অনলাইন ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ইউজিসি সূত্র জানায়, সিনিয়র সহকারী পরিচালক পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেই কর্মকর্তারা পরবর্তী ধাপে উপপরিচালক হিসেবে পদোন্নতির যোগ্য হন। এই কর্মকর্তাদের বেশিরভাগই সাত থেকে আট বছর এই পদে রয়েছেন। অথচ শূন্য পদের অভাবে তারা একই পদে কাজ করে যাচ্ছিলেন। এ পদোন্নয়ন তাদের কাছে দীর্ঘ প্রতীক্ষার ও কাঙ্ক্ষিত ছিল।

কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, উপপরিচালক থেকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নয়ন পেয়েছেন ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের নাহিদ সুলতানা। সিনিয়র সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নয়ন পেয়েছেন ইউজিসি চেয়ারম্যানের একান্ত সচিব মোস্তাফিজুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের মোস্তাফিজার রহমান, একই বিভাগের মহিবুল আহসান, আইএমসিটি বিভাগের সুলতান মাহমুদ ও রাবেয়া খন্দকার, জেনারেল সার্ভিসেস বিভাগের খানজাহান আলী এবং আইএমসিটি বিভাগের মাসুদ হোসেন। এ ছাড়া প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি পেয়েছেন হিসাব শাখার বাজেট পরীক্ষক আতাউর রহমান ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের আমীরুল ইসলাম।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম ও অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শাহজাহান, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল বাসেত, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য (আর্থ-সামাজিক অবকাঠামো) এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0023658275604248