দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: ইডেন মহিলা কলেজ। দেশে অন্যতম সেরা এক নারী বিদ্যাপীঠ। এটিই ছিলো বাংলায় নারীদের উচ্চশিক্ষার অর্জনের প্রথম মহিলা কলেজ। প্রাণের এ বিদ্যাপিঠ ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে হলে আমাদের সেই ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত ফিরে তাকাতে হবে। এই বিদ্যাপীঠের কথা উঠতেই সর্বপ্রথম যে মহান নারীর কথা মনে পড়ে তিনি হলেন আমাদের নারী শক্তির বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার।
এ ছাড়া আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী,ভাষাসৈনিক অধ্যাপক চেমন আরা, প্রাক্তন শিক্ষক সিদ্দিকা কবিরসহ আরো নামকরা গুণীজন এই বিদ্যাপিঠে ইতিহাস এবং ঐতিহ্যে নাম লিখা আছে। তারা আমাদের নারীজাগরণে এবং নারী ক্ষমতায়নের অন্যতম পথিকৃৎ। যা আমাদের বর্তমান প্রজন্মের প্রত্যেক নারীদের উৎসাহ ও অনুপ্রেরনা যোগায়।