ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সপ্তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) বেলা ১১ টায় মীর মোশাররফ হোসেন ভবনে বিভাগের কক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. তৌহিদুল আনাম।
নবীনদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আইন বিভাগের শিক্ষার্থীরা প্রায় প্রতিটি পেশায় যেতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আইন প্রয়োজন। তোমরা আইন শিখবে ও আইন মেনে চলবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল পরিচয় আছে। তারা বিভিন্ন জায়গায় বিচারক হিসেবে আছেন। তোমরাও পড়াশোনা শেষে সফলতা অর্জন করবে। আমি চাই তোমরা সব জায়গায় নেতৃত্বের আসনে যাবে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগে ক্লাস শুরু হয়েছে। এদিন বিভিন্ন বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার, আইন বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান। এছাড়াও অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী, অন্যান্য বর্ষের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।