নিয়োগ বাণিজ্য সংক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সঙ্গে প্রশাসন ও সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাসের একটি 'হোয়াটসঅ্যাপ চ্যাট' ফাঁস হয়েছে। উক্ত চ্যাটে রশিদ নামে মালী নিয়োগে এক চাকরিপ্রার্থীর আর্থিক লেনদেন ও চাকরির নিশ্চয়তা নিয়ে কথোপথক বলে দাবি করা হয় পোস্টের ক্যাপশনে। এ ঘটনায় সোমবার উপাচার্যের একান্ত সচিব সোহেল রানা ইবি থানায় সাধারণ ডায়েরিভুক্তির (জিডি) আবেদন করেছেন।
গত রোববার রাত ১১টার দিকে 'ইবির ভাইরাল নিউজ' নামক একটি ফেসবুক আইডি থেকে উপ- উপাচার্যের মোবাইল নম্বর সংবলিত (০১৭১১০০৭১৯২) হোয়াটসঅ্যাপের তিনটি স্ক্রিনশন সংবলিত একটি চ্যাট পোস্ট করা হয়।
জিডিতে বলা হয়েছে, ‘আমি সোহেল রানা উপ-উপাচার্যের ব্যক্তিগত সচিব গত ১০ মার্চ রাত ১১টায় ইবির ভাইরাল নিউজ নামক একটি ফেসবুক আইডিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্যকে জড়িয়ে (বিশ্ববিদ্যালয়ের মালি নিয়োগ নিয়ে প্রো-ভিসি খাম্বা মাহবুবুর রহমানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ চন্দনের কথোপকথন ফাঁস। রশিদের চাকরি শিওর করেছেন প্রো-ভিসি খাম্বা মাহবুব শীর্ষক) একটি মিথ্যা স্ট্যাটাস দেয়।
বিষয়টি আমিসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখতে পেয়ে অজ্ঞাতনামা ফেসবুক আইডির সম্পর্কে জানার চেষ্টা করে ব্যর্থ হই। এমতাবস্থায় উপরিউক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন।
চন্দন কুমার দাস বলেন, স্ক্রিনশটগুলো আমি দেখেছি। এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী ভালোভাবে বিষয়টি বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত কর্তৃপক্ষকে জানাবে। বিশ্ববিদ্যালয়
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, এগুলো অসভ্য, অরুচিকর, মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। একটি পক্ষ নিজেরা এসব বানিয়ে আমার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। ইতোমধ্যে থানায় জিডি করা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।