দৈনিক শিক্ষাডটকম, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আজ (সোমবার) থেকে শুরু হয়েছে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি। দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ২০ এপ্রিল। ছুটিকালীন ক্লাসসমূহ বন্ধ থাকলেও গাড়ি রিকুইজেশন নিয়ে বিভাগগুলো চাইলে পরীক্ষা নিতে পারবে।
এদিকে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী অফিসসমূহ খোলা থাকবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত। এসময়ে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ চালু থাকবে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ছুটিতে বর্তমানে আবাসিক হলসমূহ খোলা রাখা হয়েছে। কতদিন পর্যন্ত খোলা থাকবে তা পরিস্থিতি সাপেক্ষে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান।