ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুরুত্বপূর্ণ তিন দপ্তরে নতুন নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। আইসিটি সেলের পরিচালক হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে এ.কে. এম শরীফ উদ্দীন এবং শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে মো. শাহ আলম নিয়োগ পেয়েছেন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তথ্য মতে, ১৫ জুলাই হতে আগামী ১ বছরের জন্য আইসিটি সেলের নতুন পরিচালক এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ও শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্ব স্ব পদে দায়িত্ব পালনের জন্য তারা বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান বলেন, ‘উপাচার্যের আদেশে তাদেরকে উক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। তাঁরা তাদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করবে বলে আশাবাদী।’
প্রসঙ্গত, আইসিটি সেলের প্রধান হিসেবে অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে মুন্সী সহিদ উদ্দীন মো. তারেক ও শারীরিক শিক্ষা বিভাগের প্রধান হিসেবে ড. মোহাম্মদ সোহেল দীর্ঘদিন দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।