ইবির বঙ্গবন্ধু হল থেকে ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক |

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে চুরি ও নাশকতার মূলক কার্যক্রমে জড়িত থাকা অবস্থায় এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই যুবককে আটক করে হলের কর্মকর্তা-কর্মচারি ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত আনসার সদস্যরা।

বঙ্গবন্ধু হলের দায়িত্বরত গার্ডরা জানান, মঙ্গলবার ভোর রাতে হলে দায়িত্বরত অবস্থায় হলের ভিতরে জোরে জোরে হাতুড়ি পেটানোর শব্দ শুনা যায়। যেদিক থেকে শব্দ আসছে সেদিকে দিয়ে দেখা যায় কয়েকজন যুবক হাতুড়ি দিয়ে সিঁড়ি থেকে পিতলের পাথ উঠাচ্ছে। এ সময় আমরা কৌশলে হলের কর্মকর্তারা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায়। পরে হলের কর্মকর্তারা ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত আনসার সদস্যরা এসে তাদের ধাওয়া করে। এসময় তারা অস্ত্র ও বোমা দেখিয়ে আমাদেরকে ভয় দেখায় এবং চলে যেতে নির্দেশ দেয়। আমরা ও আনসার সদস্যরা বিভিন্ন কৌশল করে একজনকে আটক করতে সক্ষম হয় আর কয়েকজন পালিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরের মাধ্যমে তাকে থানা পাঠানো হয়।

এবিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে প্রশাসন একটি মামলা দায়ের করেছে। মামলা নং ১৩/২১/০৬/২০১৭। এছাড়া আদালতের মাধ্যামে তার সাথে কারা কারা ছিল সে বিষয়টি জানতে রিমান্ড আবেদন করা হয়েছে।

বঙ্গবন্ধু হলের এক কর্মকর্তা জানান, আটককৃত ওই যুবকের কাছ থেকে জানা গেছে তার বাড়ি চুয়াডাঙ্গা। তার সাথে আরো চার জন ছিল। তারা বিভিন্ন জায়গায় ডাকাতি করে থাকে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, চুরি ও নাশকতার ঘটনা শুনে আনসার সদস্যদের পাঠিয়ে ডাকাতদের আটকের ব্যবস্থা করি। পরে প্রশাসনের পক্ষ থেকে ওই ডাকাতের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে - dainik shiksha কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে বিলেত সফরে শিক্ষামন্ত্রী - dainik shiksha বিলেত সফরে শিক্ষামন্ত্রী ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা - dainik shiksha ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন - dainik shiksha সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল - dainik shiksha ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে - dainik shiksha নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0035648345947266