ইবির 'বি' ইউনিটের ফল প্রকাশ

ইবি প্রতিনিধি |

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ৩টার দিকে উপাচার্যের কার্যালয়ে ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আনোয়ার হোসেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, আরবিভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনাওয়ার আলী, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন। 

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে, এ বছর চার শিফটে অনুষ্ঠিত ‘বি’ ইউনিটে ২৪ হাজার ৯৫৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফলে মোট দুই হাজার ৮১৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। যেখানে শিক্ষার্থীদের মোট পাশের হার ১১ শতাংশ।  

এদিকে প্রকাশিত ফলাফলে কমানো হয়েছে লিখিত পরীক্ষায় পাশ নম্বরের শর্ত। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত মতে লিখিত পরীক্ষায় পাশ নম্বর ৭ ধরা হয়। লিখিততে পাশ করলেই একজন শিক্ষার্থীর ওএমআর মূল্যায়ন করা হবে।

কিন্তু ‘বি’ ইউনিটের লিখিত পরীক্ষায় নির্ধারিত নম্বর অনুযায়ী অধিকাংশ আসন পূরণ না হওয়ায় লিখিততে শর্ত কমানো হয়েছে বলে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী জানিয়েছেন। যেখানে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ শিফটে লিখিততে পাশ নম্বর ৭ এর স্থলে ৪ করা হয়েছে এবং তৃতীয় শিফটে লিখিততে পাশ নম্বর ৭ এর স্থলে ৩ করা হয়েছে।

এছাড়াও ইংরেজি ও বাংলা বিভাগের ভর্তির ক্ষেত্রে নির্ধারিত শর্ত ১৫ নম্বর থেকে কমিয়ে ১২ করা হয়েছে। অন্যান্য বিষয়ে ১০ এর স্থলে ৮ করা হয়েছে। 

‘বি’ ইউনিটের ফলাফল ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৬টি বিভাগে মোট এক হাজার ৬৫টি আসনের বিপরীতে ২৭ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী আবেদন করে।


পাঠকের মন্তব্য দেখুন
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0034041404724121