ইবি ছাত্রী নওরিনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

ইবি প্রতিনিধি |

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী নওরিন নুসরাত স্নিগ্ধার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

আজ রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নওরিনের বাবা টাঙ্গাইল সদরের ইসলামবাগ বাগমারা গ্রামের খন্দকার নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে মামলার আরজি দাখিল করার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করেন। আদালত এই মৃত্যুর ঘটনায় আশুলিয়া থানায় দায়ের করা অপমৃত্যুর মামলা এবং মৃত নওরিনের পোস্টমর্টেম রিপোর্ট দাখিল করার জন্য ওই থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তাকে নির্দেশ দেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবীর বাবুল মামলা করার বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় আসামি করা হয়েছে নওরিনের স্বামী চাঁদপুরের মতলব উত্তর থানার কলাকান্দা গ্রামের জহিরুল আলমের ছেলে ইব্রাহিম খলিল ও নওরিনের শাশুড়ি শামসুন্নাহারকে।

বাদী মামলার আরজিতে বলেছেন, তাঁর মেয়ে নওরিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক শেষ করেছেন। স্নাতকোত্তর করার আগেই গত ২১ জুলাই ইব্রাহিমের সঙ্গে তাঁর বিয়ে হয়। ইব্রাহিম একটি কোম্পানিতে আশুলিয়ায় চাকরি করেন। তাঁরা আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজার আব্দুর রহিমের বাড়িতে ভাড়া থাকতেন।

অভিযোগে বলা হয়, নওরিন স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে চান। কিন্তু তাঁর স্বামী ইব্রাহিম ও তাঁর মা নওরিনকে আর লেখাপড়া করাতে চান না। বিয়ের দুই দিন পর থেকেই নওরিনকে আর লেখাপড়া না করার জন্য চাপ দিতে থাকেন। তাঁকে মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে শারীরিক নির্যাতন শুরু করে। 

৩ আগস্ট এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন স্বামী নওরিনকে তালাক দেওয়ার হুমকি দেন। নওরিন মানসিকভাবে ভেঙে পড়ায় বাবার বাড়িতে যেতে চান। কিন্তু তাঁকে আটকে রাখা হয়। নওরিন বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে বাবাকে জানালে তিনি ইব্রাহিমকে ফোন করেন। কিন্তু ইব্রাহিম শ্বশুরকে জানান নওরিনকে বাড়ি যেতে দেওয়া হবে না। 

৮ আগস্ট নওরিনকে বাসায় আটকে রেখে স্বামী বাইরে বের হন। নওরিনের মোবাইল ফোন কেড়ে নেন। বাদী তাঁর জামাতা ইব্রাহিমকে ফোন করলে তিনি জানান বাসায় ঢোকা যাবে না, তাঁকে আটকে রাখা হয়েছে। এই অবস্থায় টাঙ্গাইলের গ্রামের বাড়ি থেকে মামলার বাদী তাঁর মেয়েকে দেখার জন্য টাঙ্গাইল থেকে আশুলিয়ার উদ্দেশে আসেন। বিকেলের দিকে ফোন করলে ইব্রাহিম জানান তাঁর মেয়ে ছয়তলা থেকে লাফ দিয়েছেন এবং হাবিব হাসপাতালে চিকিৎসাধীন। বিকেলে হাবিব হাসপাতালে পৌঁছে বাদী তাঁর মেয়ে নওরিনের লাশ দেখতে পান।

মামলার অভিযোগে আরও বলা হয়, তাঁর মেয়েকে হত্যা করে আলামত নষ্ট করার উদ্দেশ্যে আত্মহত্যার মামলা সাজিয়েছেন আসামি ইব্রাহিম। কারণ, ছয়তলা থেকে লাফ দেওয়ার পরে যেভাবে আহত হওয়ার কথা সে ধরনের কোনো আঘাত নওরিনের শরীরে ছিল না।

মামলার অভিযোগে আরও বলা হয়, তিনি হত্যার অভিযোগ নিয়ে থানায় গেলে আশুলিয়া থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে একটি অপমৃত্যুর মামলা করার জন্য বাদীকে বাধ্য করে এবং তাঁর টিপসই নেয়। পরে আবার হত্যা মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ পরে আসতে বলে।

উল্লেখ্য, নওরিনের মৃত্যুর পর তাঁর স্বামী ইব্রাহিম খলিল এটিকে আত্মহত্যা বলে প্রচার করেন।

 

 


পাঠকের মন্তব্য দেখুন
পুরনো পদ্ধতিতে ফিরছে বৃত্তি পরীক্ষা - dainik shiksha পুরনো পদ্ধতিতে ফিরছে বৃত্তি পরীক্ষা শিক্ষায় কী হলো তিন মাসে - dainik shiksha শিক্ষায় কী হলো তিন মাসে মাদরাসায় চলে যায় প্রাথমিকের ২৬ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী - dainik shiksha মাদরাসায় চলে যায় প্রাথমিকের ২৬ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক অবশেষে কপাল খুললো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বাদপড়াদের - dainik shiksha অবশেষে কপাল খুললো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বাদপড়াদের শিক্ষক নিবন্ধন ভাইভা: ১৫তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: ১৫তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা - dainik shiksha গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা দপ্তরসহ সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রীকে চালাতেন পিয়ন! - dainik shiksha দপ্তরসহ সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রীকে চালাতেন পিয়ন! ৬১০ ছাত্রলীগ নেতা-কর্মীর শিক্ষা অধিদপ্তরে নিয়োগ চূড়ান্ত! - dainik shiksha ৬১০ ছাত্রলীগ নেতা-কর্মীর শিক্ষা অধিদপ্তরে নিয়োগ চূড়ান্ত! দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027029514312744