ইবি ছাত্র প্রতারণার মামলায় গ্রেফতার

ইবি প্রতিনিধি |

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মুরাদ। সাংবাদিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে ও চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশকে খবর দিলে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রংপুর জেলার মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নিজ এলাকা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেকার যুবকদের চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন মেহেদী হাসান মুরাদ। এ ছাড়া আরও নানাভাবে অভিনব কৌশলে টাকা হাতিয়ে নিতেন তিনি। নিজেকে দাবি করতেন মানবাধিকারকর্মী, সমাজসেবক ও সাংবাদিক হিসেবে।

আরও অভিযোগ রয়েছে, ওয়ার্ল চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফোরামের পরিচালক দাবি করে পথশিশু ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তার নামে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও চ্যারিটি সংগঠন থেকে টাকা তুলেন মেহেদী। পরে দুই-একজনকে সহযোগিতা করার ছবি ফেসবুকে পোস্ট দিয়ে বাকি টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিতেন মেহেদী ও তার সহযোগীরা।

এসব বিষয় জানাজানি হলে ভুক্তভোগী ও এলাকাবাসীরা তার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেন। একই সঙ্গে তার বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন তারা।

ছবি: সংগৃহীত

এ বিষয়ে ওয়ার্ল্ড চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফোরামের উপদেষ্টা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল বলেন, ‘যদি এমন কিছু হয়ে থাকে এটা খুবই দুঃখজনক। আমি তো বিভিন্ন সংগঠনে কাজ করি। আমি ভেবেছিলাম এটা ভালো কোনো সামাজিক সংগঠন হবে। আমি তার অনুরোধে এখানে যুক্ত হই। এখন মনে করছি এখানে আর থাকা যাবে না।’

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে লোকজন মুরাদকে আটক করে রাখে। পরে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া থানায় তার নামে মামলা করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়েছে।’


পাঠকের মন্তব্য দেখুন
অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষক-কর্মচারীদের বেতন সভাপতির একক স্বাক্ষরে - dainik shiksha অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষক-কর্মচারীদের বেতন সভাপতির একক স্বাক্ষরে দুই শব্দে অধ্যক্ষের পদত্যাগ! - dainik shiksha দুই শব্দে অধ্যক্ষের পদত্যাগ! বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে পাকিস্তান - dainik shiksha বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে পাকিস্তান বিএনপি নির্বাচিত হলে গুম প্রতিরোধে আইন করব: তারেক - dainik shiksha বিএনপি নির্বাচিত হলে গুম প্রতিরোধে আইন করব: তারেক ছাত্রলীগের সাবেক নেতা ইসহাক আলীর মৃত্যু শ্বাসরোধে: মেঘালয় পুলিশ - dainik shiksha ছাত্রলীগের সাবেক নেতা ইসহাক আলীর মৃত্যু শ্বাসরোধে: মেঘালয় পুলিশ ঢাবিতে যোগ দিলেন চাকরিচ্যুত অধ্যাপক ড. সাইফুল - dainik shiksha ঢাবিতে যোগ দিলেন চাকরিচ্যুত অধ্যাপক ড. সাইফুল কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0048220157623291