পিরোজপুরের কাউখালীতে ২৫টি ইয়াবা বড়িসহ মো. জাহিদুল ইসলাম (৪২) নামের এক বরখাস্ত কারারক্ষীকে গ্রেফতার করেছেন গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি মাদক মামলায় চাকরি থেকে বরখাস্ত রয়েছেন।
জেলা গোয়োন্দা (ডিবি) পুলিশের (দক্ষিণ) ওসি আসলাম উদ্দিন দৈনিক শিক্ষাডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে তাকে নিজ বাড়ির সামনে থেকে ২৫টি ইয়াবাসহ গ্রেফতার করা হয়। [inside-aad-1]
কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও তিনি কাউখালীতে ২০০টি ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজাসহ নিজ বসত ঘর থেকে গ্রেফতার হন। এছাড়া তার বিরুদ্ধে পৃথকভাবে বরিশাল ও ঝালকাঠীতে ৩টি মাদক মামলা রয়েছে। ওই সব মামলায় তিনি চাকরি থেকে বরখাস্ত রয়েছেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন দৈনিক শিক্ষাডটকমকে জানান, ওই বরখাস্তকৃত কারারক্ষীকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। এ ব্যাপারে কাউখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।