ইরাব পরিচয়ে নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

সম্প্রতি অভিযোগ পাওয়া যাচ্ছে ইরাবের নেতা ও সদস্য পরিচয়ে কতিপয় নামাধারী শিক্ষা সাংবাদিক বিভিন্ন শিক্ষা বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,  বিতর্কিত শিক্ষক সংগঠন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোটা অংকের চাঁদা দাবি করছে। ইস্টওয়েস্ট, আইইউবিএটিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও বোর্ড থেকে ইতিমধ্যে কয়েকলাখ টাকা হাতিয়েছে। কথিত সাংবাদিকরা দাবি করছেন, জুন মাসের প্রথমে একটা শিক্ষা মেলা করবেন। আবার এমনও দাবি করছেন যে, সরকারের শিক্ষাখাতের উন্নয়ন নিয়ে বড় সেমিনার করবেন একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদেরকে এই দায়িত্ব দিয়েছে। মেলা আয়োজন করতে তাদের প্রচুর খরচ হবে। অতএব লাখ লাখ টাকা দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারো কারো এতে অনুমতি আছে বলেও তারা দাবি করলেও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মেলা আয়োজনে মন্ত্রণালয়ের অনুমতির কাগজ দেখতে চাইলে তা তারা দেখাতে পারেনি। খোঁজ নিয়ে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারোরই নামধারী সাংবাদিকদের কথিত মেলা ও সেমিনারের  কোনো অনুমতি বা অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। 

অভিযোগ মতে, চাঁদাবাজির মূল পরিকল্পনাকারীদের একজন পারিবারিকভাবে জামাতপন্থী ও স্থুলকায় গড়নের। আন্তর্জাতিক শিক্ষা ও আদম মাফিয়া চক্রের বাংলাদেশ শাখার প্রতিনিধির জনসংযোগের কাজ করেন প্রায় ১৫ বছর ধরে।  অন্য কোনো বৈধ উপার্জন না থাকলেও প্রচুর অবৈধ অর্থবিত্তের মালিক হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আরেকজন রাজধানীর শেরে বাংলা কৃষি কলেজ (বর্তমানে বিশ্ববিদ্যালয়) শাখার ছাত্রদলের নিম্নশ্রেণির স্লোগানদাতা। যিনি ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে রাজধানীর শেরে বাংলা নগর ক্যাম্পাসে ছাত্রলীগের ছেলেদের ধাওয়া করার কাজে নিয়োজিত ছিলেন। অন্যান্য নামধারী সাংবাদিকদের চাঁদাবাজির বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন শিক্ষা বিষয়ক দেশের একমাত্র জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তায়। 

জানা যায়, এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) দেশের শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন। গত বছরের জানুয়ারি মাস থেকে এর সভাপতি  দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের  আকতারুজ্জামান। 

গত বছরের জানুয়ারিতে দেশের শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইরাব-কার্যালয়ে 'সম্মেলন প্রস্তুতি কমিটি'র সদস্য ও ইরাব প্রতিষ্ঠাতারা সর্বসম্মতিক্রমে এ কমিটির মনোনয়ন দেন।

প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন- ইরাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তার প্রধান সম্পাদক সিদ্দিকুর রহমান খান। উপদেষ্টা রয়েছেন ইরাব প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক সংবাদের রাকিব উদ্দিন।এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- বাহান্ন নিউজ ডটকম’র সম্পাদক বিভাষ বাড়ৈ, ঢাকা প্রকাশের আজিজুল পারভেজ, দ্য ইনডিপেনডেন্ট এর হারুন অর রশিদ ও সংবাদ প্রতিদিনের আবদুল হাই তুহিন।

কমিটির সহ-সভাপতি পদে নূরুজ্জামান মামুন (আজকালের খবর), যুগ্ম-সম্পাদক নাজিউর রহমান সোহেল (ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন (জাগো নিউজ), অর্থ সম্পাদক সৈয়দ এলতেফাত হোসাইন (বাংলাদেশ সংবাদ সংস্থা), দপ্তর সম্পাদক সেলিম আহমেদ (প্রতিদিনের বাংলাদেশ), প্রচার সম্পাদক রাহুল শর্মা (আজকের পত্রিকা), প্রকাশনা সম্পাদক তুহিন সাইফুল (সারাবাংলা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ ( ঢাকা পোস্ট), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রুম্মান তূর্য (দৈনিক শিক্ষাডটকম), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মুরাদ মজুমদার (দৈনিক আমাদের বার্তা) ও আইসিটি বিষয়ক সম্পাদক এনামুল হক প্রিন্স (দৈনিক আমাদের বার্তা)।

জানতে চাইলে ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্য দৈনিক আমাদের বার্তাকে গত মঙ্গলবার বলেন, গত কয়েকদিন ধরে মেলার নামে চাঁদাবাজির অভিযোগের তথ্য পেয়েছি।

ইরাব সভাপতি বলেন, ‘আমি ষ্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ইরাব থেকে কোনো সেমিনার বা মেলা করার পরিকল্পনা নেই। কেউ যদি ইরাব পরিচয়ে কারো কাছে টাকা দাবি করে তাহলে তাদের ধরিয়ে দিন।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন বলেন, ‘ইরাব পরিচয়ে যারা চাঁদা দাবি করবে তাদেরকে পুলিশে ধরিয়ে দিন। সাহস না পেলে আমাদেরকে খবর দিন আমরা তাদের মুখোশ উন্মোচন করে দেবো। বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করবো।’   

ঘোষণা: আগামী ৩রা জুন থেকে ধারাবাহিকভাবে ৪০ সমস্যাপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে দৈনিক আমাদের বার্তায় ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ হবে। 


পাঠকের মন্তব্য দেখুন
সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান - dainik shiksha সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা - dainik shiksha লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক কেনো বদলি চান - dainik shiksha শিক্ষক কেনো বদলি চান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে - dainik shiksha ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে please click here to view dainikshiksha website Execution time: 0.0060520172119141