ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব কাজে ইসরায়েলি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল বরাবর দেয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় সংগঠনটি। স্মারকলিপিতে বিজয় দিবসের আয়োজনে ইসরায়েলিসহ সব বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। ৭০ বছর ধরে একটা জাতিকে কাঠামোগত গণহত্যার মাধ্যমে শেষ করে দেয়ার চেষ্টা করা হচ্ছে। জায়নবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের সবধরনের অধিকার ভূলুণ্ঠিত করেছে। অসলো চুক্তি মানাতো হচ্ছেই না, উল্টো গাজায় বিদ্যুৎ-পানি বন্ধ রেখে অবরুদ্ধ এক জেলখানাতে রূপান্তরিত করা হয়েছে।
‘ছাত্র ইউনিয়ন সবসময়ই ইসরায়েলের দখলদারিত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে। ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা সংগ্রামেও ফিলিস্তিনের জনতা আমাদের পক্ষে নৈতিক অবস্থান নিয়েছিল। তাই বিজয়ের মাসে আমরা প্রশাসন কাছে দাবি জানাই, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াকু জনতার প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলসহ সবধরনের বিদেশি পণ্য বর্জন করে বিকল্প দেশীয় পণ্য ব্যবহার করা হোক।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতির পক্ষে সাদ্দাম হোসেন হলের শাখা কর্মকর্তা রানা জোয়ার্দার স্মারকলিপি গ্রহণ করেন।
এসময় বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক উদয় দেবনাথ, অর্থ সম্পাদক নুর আলম, সাংস্কৃতিক সম্পাদক শেখ সুমনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।