ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হল থেকে ছাত্রলীগ নেতাদের মালমাল নেয়ার সময় এক ছাত্রলীগ কর্মীকে মারধর করার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম জাকি ইসলাম। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী তার ও তার বন্ধু সাদীদ খান সাদি (অর্থনীতি ১৯-২০), সাজ্জাদ সাকিব (ফিন্যান্স ১৯-২০) এবং বড়ভাই আকিবুর রহমান আদরের (ইংরেজি ১৮-১৯) হলের জিনিসপত্র নিতে আসেন। মালামাল নিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থীদের সাথে জাকি এবং তার বন্ধু আইন বিভাগের সাজভীর বাকবিতণ্ডা হয়৷ বাকবিতণ্ডার মাঝেই শিক্ষার্থীরা সাজভীকে চড়থাপ্পড় দেয়। পরে আতঙ্কিত হয়ে জাকি বঙ্গবন্ধু হল থেকে দৌড়ে ক্রিকেট মাঠের দিকে যায়। এ সময় মাঠের দিকে থাকা শিক্ষার্থীদের আরেকটি গ্রুপ তাকে পাকড়াও করে টিএসসিসির দিকে নিয়ে যায়। এ সময় জাকিকে পেছন থেকে শিক্ষার্থীরা কিল-ঘুষি-লাথি মারেন৷
পরে জাকিকে টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি'র সহ-সমন্বয়ক নাহিদ হাসান, তানভীর মন্ডলসহ আরো কয়েকজন কথা বলে বিষয়টি মিমাংসা করে তাকে জিনিসপত্রসহ ক্যাম্পাস থেকে নিরাপদে বের করে দেয়৷
ভুক্তভোগী শিক্ষার্থী জাকি বলেন, আমি সব কাজ প্রকাশ্যে করছি৷ আমি হলে থেকে আমার জিনিসপত্র নিতে আসছিলাম কিন্তু এভাবে অসম্মানিত হবো ভাবি নাই। হলে থাকতে হইলে সবাইকেই ছাত্রলীগ করতে হতো তাই আমিও সেরকমই একজন ছিলাম। পদপদবী না থাকলেও আমাকে ভুক্তভোগী করা হয়েছে। ক্যাম্পাসে থাকাকালীন আমার ভালো কাজ ও খারাপ কাজের বিষয়ে সবাই অবগত। আমি কারো ক্ষতি করিনি।