কর্মীদের দক্ষতার ক্রমাগত উন্নয়ন এবং সমগ্র পৃথিবীতে শিক্ষাব্যবস্থায় প্রয়োগকৃত সমসাময়িক প্রচেষ্টার সঙ্গে পরিচিতিকরণ ও প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়টির সূচনালগ্ন থেকে আয়োজন করে আসছে বিভিন্ন কর্মশালা।
আধুনিক এবং ক্রমশ পরিবর্ধনশীল শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বয় করে কর্মীদের গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত আয়োজনের অংশ হিসেবে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘সামার ২০২৪’ সেমিস্টারের ভিন্নমাত্রিক এ কর্মশালা।
উক্ত ওয়ার্কশপটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস, স্ট্যানফোর্ড সিড-এর উপদেষ্টা ও পরামর্শক, ডটলাইনস্-আইটি পরিষেবা এবং কনসালটেন্সি ফার্মের নির্বাহী পরিচালক হাসান মেহেদি। গত ১৭ এপ্রিল ইডিইউ লাইব্রেরি প্রাঙ্গণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, ট্রেজারার প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী।