ঢাকা মহানগর পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ না দেওয়া ৪৬ কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ পাওয়া কর্মকর্তাদের মধ্যে ২৯ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১৭ জন সহকারী পুলিশ সুপার পদের কর্মকর্তা। ২৩ এপ্রিল সন্ধ্যায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ঈদ-পরবর্তী এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
চিঠির ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, যাঁরা চিঠি পেয়েছেন, তাঁদের কাছে জানতে চান, তাঁরা কেন অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। তবে শোকজের চিঠি পাওয়া একাধিক কর্মকর্তা কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য তাঁরা নিজেদের নাম বলতে অপারগতা প্রকাশ করেন।
পুলিশ সূত্র জানায়, সেদিনের ঈদ পুনর্মিলনী উৎসবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, তাঁদের সহধর্মিণীসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনীর মতো অনুষ্ঠানে না আসা কোনো অপরাধ কি না, জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে বলেন, কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে দাওয়াত করা হয়েছিল। যাঁরা আসেননি, তাঁরা কেন অনুষ্ঠানে আসতে পারেননি, তা জানতে চাওয়া হয়েছে।
ওই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের অনেকেই ঈদের ছুটিতে যেতে পারেননি। তাই তাঁদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ডিএমপির থিম সং প্রচার করা হয়। সেখানে কয়েকজন শিল্পী সংগীত পরিবেশন করেন।