বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে উচ্চশিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় বৃত্তি পেলেন অস্বচ্ছল ৪৪ শিক্ষার্থী।
রোববার ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে এ বৃত্তি দেয়া হয়। এ সময় স্থানীয় সরকার শক্তিশালীকরণে অংশীজনের ভূমিকা- শীর্ষক আলোচনা সভা ও মেলারও আয়োজন করা হয়। মেলায় ইউনিয়নের ১৪টি স্টান্ডিং কমিটির কার্যক্রম তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন। সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ।
অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেতাগা ইউনিয়ন উচ্চশিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের প্রতিষ্ঠাতা স্বপন দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, সাবেক সিভিল সার্জন ডা. জীবন কৃষ্ণ দাশ, শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদসহ অনেকে।
অনুষ্ঠানে বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমুল হুদার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃত্তি বাছাই কমিটির সদস্য দাশ শিশির কুমার, শিক্ষার্থী ওমর ফারুক, ইসরাত জাহান আঁখি।
উল্লেখ্য ২০১২ খ্রিষ্টাব্দ থেকে বেতাগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ ইউনিয়নে বিভিন্ন শ্রেণি-পেশার
মানুষের সহযোগিতায় এই বৃত্তি চালু করেন। শুরুতে একটি বৃত্তি থাকলেও বর্তমানে ১৪টি বৃত্তি চলমান, যার মধ্যে তিনটি বৃত্তি উপজেলাব্যাপী। বৃত্তির ফান্ডে টাকার পরিমাণ এক কোটি টাকার ওপরে। বৃত্তি দেয়া অনুষ্ঠানে ফকিরহাট উপজেলাট সকল দপ্তরের প্রধানসহ এলাকার মানুষ উপস্থিত ছিলেন।