উচ্চ মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের বই আগামী বছর পরিমার্জন করা হচ্ছে। এ বইটি কিছুটা কঠিন বলে শিক্ষার্থীরা মনে করছেন। তাই আগামী বছরের আইসিটি বই পরিমার্জন করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষার আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি আরো বলেন, পরীক্ষার্থীদের জন্য যাতে সহজ হয় তাই এ বছরে ক্ষেত্রে আইসিটি বিষয়ের নম্বর কমানো হয়েছে। এ পরীক্ষা পূর্ণ নম্বরে হচ্ছে না। ২৫ নম্বরের ব্যবহারিক ও ৭৫ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে পরীক্ষা হবে মোট ৭৫ নম্বরের। এর মধ্যে ২৫ নম্বরের পরীক্ষা হবে ব্যবহারিক আর ৫০ নম্বরের পরীক্ষা হবে লিখিত। এর ভেতর লিখিত পরীক্ষায় রচনামূলক অংশে ৩০ নম্বর রচনামূলক ও এমসিকিউ অংশে ২০ নম্বর থাকবে। রচনামূলকে মোট ৮টি প্রশ্ন থাকবে আর ভেতর থেকে ৩টি উত্তর দিতে হবে। আর এমসিকিউ অংশে থাকবে ২৫টি প্রশ্ন থাকবে তার ভেতর ২০টির উত্তর দিতে হবে। রচনামূলক পরীক্ষা হবে ২ ঘণ্টা ও বহুনির্বাচনী অংশে পরীক্ষা হবে ২৫ মিনিট।
মঙ্গলবার সন্ধ্যায় আইসিটি বিষয়ের নম্বর কমিয়ে পরিবর্তিত নম্বর বিভাজন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইসিটি বিষয়ের পরীক্ষা হবে মোট ৭৫ নম্বরের। এর মধ্যে লিখিত পরীক্ষা হবে ৫০ নম্বরের। আর ব্যবহারিক পরীক্ষা হবে ২৫ নম্বরের। লিখিত অংশে রচনামূলকে ৩০ নম্বর ও এমসিকিউতে ২৫ নম্বর থাকবে। রচনামূলকে মোট ৮টি প্রশ্ন থাকবে আর ভেতর থেকে ৩টি উত্তর দিতে হবে। আর এমসিকিউ অংশে থাকবে ২৫টি প্রশ্ন থাকবে তার ভেতর ২০টির উত্তর দিতে হবে। রচনামূলক পরীক্ষা হবে ২ ঘণ্টা ও বহুনির্বাচনী অংশে পরীক্ষা হবে ২৫ মিনিট।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।